The price of mobile phones will increase in the new budget
নতুন বাজেটে দাম বাড়বে মোবাইল ফোনের

নতুন বাজেটে দাম বাড়বে মোবাইল ফোনের

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

স্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন :- মোবাইল টেলিফোনের ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৫ শতাংশ মূসক অব্যাহতি প্রত্যাহার করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে মোবাইল ফোনের দাম বাড়বে।

 

 

 

 

বৃহস্পতিবার (০৯ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।

 

 

 

 

 

অর্থমন্ত্রী বলেন, মোবাইল টেলিফোন সেটের ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৫ শতাংশ মূসক অব্যাহতি প্রত্যাহার করার প্রস্তাব করছি।

 

 

 

 

 

বিদেশি পণ্যের ওপর নির্ভরতা কমানো, বৈদেশিক মুদ্রার সাশ্রয় ও দেশীয় শিল্পের বিকাশের লক্ষ্যে নিম্নোক্ত ক্ষেত্রে ভ্যাট অব্যাহতির প্রস্তাব দিয়ে অর্থমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তি ও কম্পিউটার শিল্পের বিকাশের লক্ষে মোবাইল ফোনের ব্যাটারি, চার্জার ও ইন্টারেকটিভ ডিসপ্লের স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি।

 

 

 

 

 

জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

 

 

 

 

 

বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এটি স্বাধীন বাংলাদেশের ৫১তম বাজেট

 

 

 

 

 

বর্তমান সরকারের টানা তৃতীয় মেয়াদের চতুর্থ বাজেট। আর আওয়ামী লীগ সরকারের টানা ১৪তম বাজেট এবং অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের চতুর্থ বাজেট।

 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.