বেনসন ২০ টাকা, গোল্ডলিফ ১৬ টাকা!
Benson 20 Tk Goldleaf 18 Tk!

বাজেটে বাড়ল সিগারেটের দাম

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

স্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন::  তামাকজাত দ্রব্যের ব্যবহার কমানো এবং রাজস্ব বৃদ্ধির উদ্দেশ্যে আবারও এক ধাক্কায় প্রচুর টাকা বাড়িয়ে দিল সিগারেটের মূল্য। ২০২২এবং ২০২৩ সালের বাজেট দেশে সরকারি কোষাগারের আয় বাড়ানোর উদ্দেশ্যে তামাকজাত দ্রব্যের মূল্য বৃদ্ধি করা হলো। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান এবার ধূমপায়ীদের ধূমপানের জন্য বেশি পয়সা খরচা করতে হবে আগের থেকে। তো চলুন দেখে নেয়া যাক বর্তমান সিগারেটের দাম কত জানিয়েছে।

 

  • অতি উচ্চস্তরের ১০ শলাকার সিগারেটের দাম ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।
  • নিম্নমানের ১০ শলাকা সিগারেটের দাম ৩৯ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। তবে সম্পূরক শুল্ক ৫৭ শতাংশই থাকছে।
  • মাঝারি মানের ১০ কাঠি সিগারেটের দাম ৬৩ টাকা থেকে ৬৫ টাকা করা হয়েছে। উঁচুমানের ১০ কাঠির দাম ১০২ টাকা থেকে ১১১ টাকা
  • সবচেয়ে উৎকৃষ্ট মানের ১০ কাঠি সিগারেটের দাম ১৪২ টাকা ধার্য করা হয়েছে। এই তিন ধরনের সিগারেটের সম্পূরক মূল্য ৬৫ শতাংশ অপরিবর্তিত থাকছে।

 

 

 

বিধায় সিগারেটের দাম কত পড়বে- বেনসন ২০ টাকা, গোল্ডলিফ ১৬ টাকা!


News Source: Ref:  BSS।  UP।   PNS।  BNA।  UNB ।  Google News

 

 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.