কলকাতার যে সিনেমাগুলি আলোড়ন সৃষ্টি করেছিল
কলকাতার যে সিনেমাগুলি আলোড়ন সৃষ্টি করেছিল

কলকাতার যে সিনেমাগুলি আলোড়ন সৃষ্টি করেছিল

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

বিনোদন ডেস্ক,উত্তরবঙ্গ প্রতিদিন ::-  : এক সময়  টালিউডের উত্তম কুমার ও সুচিত্রা সেনের জুটি নিয়ে পাগল ছিল বাঙালি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ধাপে ধাপে ক্রমপরিবর্তন হয়েছে বাংলা চলচ্চিত্রের। অনেক সাহসী ও সাবলীল হয়েছে বাংলা সিনেমা।

কলকাতার বাংলা সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যের ক্ষেত্রে এখন আর কোনো রাখঢাক নেই ।  জেনে নিন টালিউডের এমনই কিছু সিনেমা।

 

ছত্রাক: ২০১১ সালের ভারতীয় বাংলা ড্রামা ছত্রাক। এই সিনেমাটি বাংলার পাশাপাশি ইংরেজিতেও ডাবিং হয়। এই সিনেমায় পাওলি দামের একটি ওরাল সেক্স দৃশ্য এমএমএস আকারে ফাঁস হওয়ায় বিতর্কের সৃষ্টি হয়।

 

আমি ও আমার গার্লফ্রেন্ডস: ২০১৩ সালে মুক্তি পায় সিনেমাটি। এটিও মৈনাক ভৌমিকের নির্দেশনায় তৈরি। রাইমা সেন, স্বস্তিকা মুখার্জি, পার্নো মিত্র, বিক্রম চট্টোপাধ্যায়, অনুব্রত বসু ও বিশ্বনাথ বসু অভিনয় করেছেন।

 

ও হেনরি: ২০১৩ সালে মুক্তি পেয়েছিল এই সিনেমা। এতে অভিনয় করেছেন লকেট চক্রবর্তী।

 

নাগরদোলা: ২০০৫ সালে এই সিনেমাটি তৈরি হয়। এই সিনেমায় অভিনয় করেছেন রূপা গাঙ্গুলী।

 

কসমিক সেক্স: ২০১৪ সালে এই সিনেমাটি মুক্তি পায়। নামেই বোঝা যাচ্ছে সিনেমার বিষয়বস্তু।

 

অন্তরমহল: ২০০৫ সালে মুক্তি পায় ঋতুপর্ণ ঘোষের এই সিনেমাটি। এতে অভিনয় করেন সোহা আলি খান, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন, রূপা গাঙ্গুলী প্রমুখ।

 

তৃষ্ণা: ২০০৯ সালে সিনেমাটি মুক্তি পায়। পরিচালনা করেছেন প্রীতম জালান। এই সিনেমায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অংশুমান।

 

বেডরুম: ২০১২ সালে তৈরি হয় সিনেমাটি। পরিচালক মৈনাক ভৌমিক। সিনেমাটিতে আবির চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, উষসী, পার্নো মিত্র, পাওলি দাম, রাহুল, তনুশ্রী, অনুব্রত প্রমুখ অভিনয় করেছেন।

 

বিবর: ২০০৬ সালে তৈরি হয় সিনেমাটি। এতে অভিনয় করেছেন তন্নিষ্ঠা চ্যাটার্জি ও সুব্রত দত্ত।

 

গাণ্ডু: ২০১০ সালে সিনেমাটি মুক্তি পায়। সিনেমাটির কনসেপ্ট সাদা-কালো। এতে অভিনয় করেছেন রি ও অনুব্রত। যৌনতা, নগ্নতা কী নেই এই সিনেমায়। এই সিনেমা নিয়ে তৈরি হয়েছিল বিতর্কও।
………………………………………………………………………………………………………………..

উত্তরবঙ্গ প্রতিদিন সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.