The-King-of-Football-Pele-is-no-more
❝ ফুটবলের রাজা পেলে ❞ আর নেই

❝ ফুটবলের রাজা পেলে ❞ আর নেই

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক রিপোর্ট, উত্তরবঙ্গ প্রতিদিন :: সবাইকে হতবাক করে দিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে মৃত্যুবরণ করেছেন কিংবদন্তি ফুটবলার পেলে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পেলের মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর মেয়ে কেলি নাসিমেন্তো। ফুটবলের রাজার মৃত্যুতে শোক জানিয়েছেন বার্সেলোনার পোলিশ তারকা রবার্ট লেভানদোভস্কি। ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে পেলের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮২ বছর। পেলেকে নিয়ে এক টুইট বার্তায় লেভা লেখেন, আপনি শান্তিতে ঘুমান, চ্যাম্পিয়ন। স্বর্গে একটি নতুন তারকা আছে এবং একজন নায়ককে হারাল ফুটবল বিশ্ব।

 

 

১ বছরের বেশি সময় ধরে কোলন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছিলেন ৩ বারের বিশ্বকাপ ফুটবল জয়ী এই তারকা। শারীরিক অসুস্থতার কারণে কাতার বিশ্বকাপে উপস্থিতও হতে পারেননি পেলে। বড়দিনেও হাসপাতালের বেডে শুয়ে পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটিয়েছেন।  গতকাল  ২৯ নভেম্বর ক্যানসার আক্রান্ত পেলেকে ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের বরাতে বিবিসি জানায়, দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পেলে। ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। 

 

 

সারা বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছিলেন পেলে (১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০)। এ ছাড়া নিজের ফুটবল ক্যারিয়ারে বিশ্বের রেকর্ড এক হাজার ২৮১টি গোল করেছেন ব্রাজিল তারকা। ব্রাজিল জাতীয় দল থেকে শুরু করে সান্তোস ও নিউইয়র্ক কসমসের জার্সিতে ঝলমলে অধ্যায় পার করেছেন এই কিংবদন্তি। ১৯৭৭ সালে ফুটবলকে বিদায় জানান এই কিংবদন্তি।

 

https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//www.youtube.com/watch?v=sYoDNfaQEDM

 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.