শ্বাসরুদ্ধকর অভিযানে নিহত রাবি শিক্ষার্থীর ঘাতক ট্রাকচালক গ্রেফতার হলো যেভাবে 

শ্বাসরুদ্ধকর অভিযানে নিহত রাবি শিক্ষার্থীর ঘাতক ট্রাকচালক গ্রেফতার হলো যেভাবে 

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

রাবি প্রতিনিধি  ও  রমজান আলী :: গতকাল মঙ্গলবার  ১লা ফেব্রুয়ারি ২০২২ রাত পৌনে ৯ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস নবনির্মাণাধীন ৫ম বিজ্ঞান ভবনের সামনে মালবাহী ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের ২০১৬-১৭ বর্ষের গ্রাফিক্স ডিজাইন বিভাগের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল মৃত্যুবরণ করেন। 

 

এসময় তার অপর বন্ধু সিরামিক ও ভাস্কর্য বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রায়হান প্রমাণিক আহত হয়। রায়হান প্রমাণিক বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রাত ১ টার দিকে রাবি ক্যাম্পাসে ছুটে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক  মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
রাত ১ টার দিকে রাবি ক্যাম্পাসে ছুটে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

শুধু তাই নয়, বরং উত্তেজিত ছাত্র-ছাত্রীরা রাজশাহী ঢাকা মহাসড়কে কয়েকটি ট্রাকে অগ্নি সংযোগের ঘটনাও ঘটায়। অন্যদিকে শিক্ষার্থী হিমেল নিহতের ঘটনায় উদ্ভুত পরিস্থিতিতে  রাত পৌনে ১ টার দিকে ক্যাম্পাসে ছুটে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের  মেয়র  এএইচএম খায়রুজ্জামান লিটন । এ সময় তিনি শিক্ষার্থীদের দাবিগুলো শোনেন এবং তাদের আশ্বস্ত করেন।

 

উক্ত ঘটনার প্রেক্ষিতে আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় রাজশাহী মহানগর ডিবি ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি বিশেষ টিম ঘাতক ট্রাক চালক ও হেলপারের নাম ঠিকানা সনাক্তপূর্বক গ্রেফতারে অভিযান শুরু করে।

 

তবে মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে  ঘাতক টাক চালক ও হেল্পারকে ধরতে শ্বাসরুদ্ধকর বিশেষ অভিযানে নামেন রাজশাহী কাশিয়াডাঙ্গা থানাওসি মাসুদ পারভেজ ও রাজশাহী মহানগর ডিবি পুলিশ ।

 

অবশেষে শ্বাসরুদ্ধকর এই অভিযানে, ঘাতক ট্রাক ড্রাইভার টিটু ও হেল্পার হামিম কালুকে গ্রেফতার করতে সক্ষম হন কাশিয়াডাঙ্গা থানার ওসি মাসুদ পারভেজ ও রাজশাহী মহানগর ডিবি পুলিশ । এরপর আজ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে ঘাতক ট্রাক চালক ও হেল্পারকে সংবাদ সম্মেলনে হাজির করা হয় এবং তাদের বিরুদ্ধে মতিহার থানায় হত্যা মামলা দ্বায়ের হয়।

 

শ্বাসরুদ্ধকর অভিযানে নিহত রাবি শিক্ষার্থীর ঘাতক ট্রাকচালক গ্রেফতার হলো যেভাবে 
শ্বাসরুদ্ধকর অভিযানে নিহত রাবি শিক্ষার্থীর ঘাতক ট্রাকচালক গ্রেফতার হলো যেভাবে

 

 

তবে উক্ত ঘটনাকে কেন্দ্র করে যেন কোন কুচক্রি মহল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শান্তিময় পরিবেশকে  উত্তপ্ত করতে না পারে সেই লক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং রাবি প্রশাসনের  সমন্বিত উদ্যোগ নি:সন্দেহে প্রশংসার দাবীদার ছিলো বলে মনে করছেন অভিজ্ঞ মহল।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.