Funding-for-militants-is-coming-from-Europe
ইউরোপ ও মধ্যপ্রাচ্যে থেকে জঙ্গিদের অর্থায়নের টাকা আসছে : এটিইউ প্রধান

ইউরোপ ও মধ্যপ্রাচ্যে থেকে জঙ্গিদের অর্থায়নের টাকা আসছে : এটিইউ প্রধান

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপের বিভিন্ন দেশ থেকেও জঙ্গিবাদে অর্থায়নের জন্য টাকা এসেছে। জঙ্গিবাদে অর্থায়নের জন্য বিদেশ থেকে টাকা আসার ঘটনাগুলো তদন্তের ক্ষমতা চায় পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট। (এটিইউ) প্রধান ও অতিরিক্ত আইজিপি এসএম রুহুল আমিন বৃহস্পতিবার রাজশাহীতে সাংবাদিকদের এসব কথা বলেছেন। আজ দুপুরে রাজশাহীতে ‘জঙ্গিবাদ দমনে বিট ও কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা ও কৌশল’ বিষয়ে এক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট এবং ইউনাইটেড নেশন্স অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

 

 

 

এন্টি টেররিজম ইউনিট প্রধান বলেন, মধ্যপ্রাচ্য ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকেও জঙ্গিবাদে অর্থায়নের জন্য টাকা এসেছে। জঙ্গিদের পেছনে অর্থের জোগানদাতাদেরও খুঁজে বের করতে কাজ চলছে। বিদ্যমান আইন অনুযায়ী এ ধরনের অভিযোগগুলো কেবল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তদন্ত করে। কিন্তু জঙ্গিবাদ প্রতিরোধে কাজ করা পুলিশের বিশেষায়িত ইউনিট এটিইউ এবং সিটিটিসি আইনের সংশোধন চায়। এজন্য আইনের সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে মানি লন্ডারিংয়ের অভিযোগ পুলিশের এটিইউ এবং সিটিটিসি তদন্ত করতে পারে।

 

এটিইউ) প্রধান ও অতিরিক্ত আইজিপি এসএম রুহুল আমিন আরও বলেন, জঙ্গিবাদ নিয়ে কখনো তৃপ্তির ঢেঁকুর তোলার কোনো সুযোগ নেই। জঙ্গিরা সবসময় চাইবেই আমাদেরকে আউট স্মার্ট করার জন্য। আমাদেরও চেষ্টা থাকবে যে আমাদেরকে তারা যেন আউটস্মার্ট না করতে পারে। আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। আমরা জানি জঙ্গিরা এখন সেই অর্থে এখন সংগঠিত আকারে নেই। তবে অনলাইন প্লাটফর্মে তারা জঙ্গিবাদে উদ্বুদ্ধকরণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটা নিয়ে আমরা কাজ করছি। উক্ত কর্মশালায় আরও বক্তব্য দেন- পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন ও রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আনিসুর রহমান


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.