Rajshahi_Pet_Care
Finally-the-mystery-of-the-light-seen-in-the-sky

অবশেষে উদঘাটন হলো রাজশাহীর আকাশে দেখা যাওয়া আলোর রহস্য

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন ::  রাজশাহী নগরীতে সন্ধ্যার আকাশে আচমকা দেখা যায় অদ্ভুত আলো। আর তা ঘিরেই ঘনায় রহস্য। ওই আলোকে ঘিরে সাধারণ মানুষের মনে তৈরি হয় কৌতূহল। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজশাহী মহানগরীর মুক্তমঞ্চ এলাকায় পশ্চিম দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর উপর রহস্যময় আলোর দেখা মেলে। টর্চ লাইটের আলোর মতো উজ্জ্বল এ আলোটি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে গিয়ে আকাশে মিশে যায়। উৎসুক জনতা প্রথমে টর্চ লাইটের আলোর মতো আলোক দ্যুতি ভেসে যেতে দেখে অন্যদের দেখানোর চেষ্টা করে। প্রায় ৫০ সেকেন্ড স্থায়ী আলোটি দীর্ঘ কয়েক কিলোমিটার যাওয়ার পর আকাশে মিশে যায়।