erdogan-and-netaniahu.jpg

ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজার কসাই

আন্তর্জাতিক সংবাদ | উত্তরবঙ্গ প্রতিদিন :: মুসলিম বিশ্বের অন্যতম নেতা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘গাজার কসাই’ আখ্যা দিয়ে বলেছেন, তার কারণেই এখন বিশ্বজুড়ে ইহুদি-বিদ্বেষ জন্ম নিচ্ছে।
Rajshahi_Pet_Care
barbie-film-2023-Hollywood

সমকামিতার অভিযোগে মুসলিম বিশ্বে বার্বি সিনেমা নিষিদ্ধ

বিনোদন রিপোর্ট ।। উত্তরবঙ্গ প্রতিদিন :: বিতর্কিত বার্বি সিনেমাটিকে নিষিদ্ধ করেছে ইরান, কুয়েতসহ মুসলিম বিশ্বের সকল দেশ। জনগণের নৈতিকতা ও দেশীয় সংস্কৃতি রক্ষা করতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে মুসলিম দেশগুলো। এদিকে মুসলিম বিশ্বের পথে হাটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ লেবাননও। এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।
174-people-killed-in-football-match-in-Indonesia

ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ১৭৪ জন নিহত

আন্তর্জাতিক রিপোর্ট, উত্তরবঙ্গ প্রতিদিন::ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দাঙ্গা-সহিংসতায় ২ পুলিশসহ ১৭৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহতের সংখ্যা প্রায় ২০০ জন। ইস্ট জাভা প্রদেশে শনিবার রাতে এই ঘটনা ঘটে।আরেমা এফসি এবং পারসেবায়া সুরাবায়া দলের মধ্যকার ম্যাচ শেষে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। তাদের দামতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। এক পর্যায়ে হুড়োহুড়িতে ঘটে বিশৃঙ্খলা।বেশিরভাগই পদদলিত হয়ে অথবা অত্যাধিক ভীড়ে শ্বাসরোধ হয়ে মারা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।বিবিসির খবরে বলা হয়, পূর্ব জাভায় আরেমা এফসি প্রতিদ্বন্দ্বী পারসেবায়া সুরাবায়ার সাথে হেরে যাওয়ার পর সমর্থকদের সঙ্গে পুলিশের ওই সংঘর্ষ হয়।ভিডিওতে দেখা যাচ্ছে খেলার শেষ বাঁশি বাজার সাথে সাথে সমর্থকরা মাঠের মধ্যে ঢুকে পড়ে।
fahmida-of-bangladeshi-origin-received-pulitzer-prize-for-journalism

সাংবাদিকতার শ্রেষ্ঠ পুরস্কার পুলিৎজার পেলেন বাংলাদেশী বংশোদ্ভূত ফাহমিদা

টেক নিউজ, উত্তরবঙ্গ প্রতিদিন :: পুলিৎজার পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশি বংশোদ্ভূত চিত্রশিল্পী এবং অলঙ্করণ শিল্পী ফাহমিদা আজিম। ইনসাইডার ওয়েবসাইটে প্রকাশিত চীনা বন্দীশিবির থেকে পালানোর, ইলাস্ট্রেটেড প্রতিবেদনের জন্য তিনি এ পুরস্কার জিতেছেন।
with-the-efforts-of-scientists-habitable-houses-are-being-built-on-mars

বিজ্ঞানীদের চেষ্টায় মঙ্গলে তৈরী হচ্ছে মানুষের বসবাস উপযোগী বাড়ি

আন্তর্জাতিক ডিজিটাল ডেস্ক রিপোর্ট, উত্তরবঙ্গ প্রতিদিন ::  মঙ্গল বিজয়ের পর এবার সেখানে বাড়ি বানাচ্ছেন বিজ্ঞানীরা। ব্রিটেনের ব্রিস্টলে আবার প্রদর্শিত হচ্ছে সেই বাড়ির প্রতিকৃতি। সংশ্লিষ্টদের দাবি, লাল গ্রহটির বিভিন্ন প্রতিকূলতার মধ্যেই নির্মিতব্য বাড়িটিতে বসবাস করা সম্ভব। খবর ইউরো নিউজ।  প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ শিল্পী এল্লা গুড ও নিকি কেন্ট গত সাত বছরের চেষ্টায় স্থপতি ও বিজ্ঞানীদের নিয়ে তৈরি করেছেন একটি দল। এ দলের সদস্যরা অ্যান্টার্কটিকার মতো জায়গায় বসবাসের অবকাঠামো নির্মাণে প্রসিদ্ধ। তারাই এবার মঙ্গল বাড়ি নির্মাণ করবেন।

Hello Uttorbongo Protidin !

Welcome to Dear Reader.please visit always  Uttorbongo Protidin।। 24x7upnews.com 24/7 Bengali and English News Portal from Bangladesh. Uttorbongo Protidin। 24x7upnews.com  covering all latest breaking, live, national, international entertainment and exclusive crime news.