Rajshahi_Pet_Care
UN-Special-Rapporteur-Clement-Voule

দেশের আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়ে যা জানালো জাতিসংঘ

স্টাফ রিপোর্টার ।। উত্তরবঙ্গ প্রতিদিন : বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন সভা-সমাবেশের অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ক্লেমো ভউল। এক টুইটার পোস্টে তিনি বাংলাদেশ সরকারের উদ্দেশে বলেছেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য বিরোধী মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি।সোমবার রাত সাড়ে ১১টার দিকে করা টুইটে হ্যাশট্যাগ বাংলাদেশ লিখে ক্লেমো ভউল এই আহ্বান জানান।