বন্যায় সারাদেশে ৩৬ জনের মৃত্যু

বন্যায় সারাদেশে ৩৬ জনের মৃত্যু

থানা প্রতিনিধি, উত্তরবঙ্গ প্রতিদিন :: দেশের বন্যা কবলিত এলকাসমূহে ডায়রিয়া, সাপের কামড়,পানিতে ডুবা ও আঘাতজনিত নানা করণে ৩৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। মৃতদের মধ্যে সিলেট বিভাগে ১৮ জন ও ময়মনসিংহ বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে। তবে অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে ২৩ জনের মৃত্যুর কথা জানানো হয়েছে। মঙ্গলবার (২১ জুন ) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বন্যায় ৪ বিভাগে পানিবাহিত বিভিন্ন রোগে ২ হাজার ৯৩৪ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১৭ জুন থেকে ২০ জুনের পর্যন্ত ডায়রিয়ায় ২ হাজার ১৭৯ জন, আরটিআইতে ৮৭ জন, বজ্রপাতে ১৩ জন, সর্প দংশনে ৪, পানিতে ডুবে ১৯ জন, চর্মরোগে ১৪০ জন, চোখের প্রদাহতে ৪৬ জন, আঘাতপ্রাপ্ত হয়ে ২৫ ও অন্যান্য সমস্যায় আক্রান্ত ৪৪২ জন রয়েছেন। এসবে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সিলেট বিভাগে ১৮ জন ও ময়মনসিংহে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ৩১৫ জন, আরটিআইতে ১১ জন, সাপের কামড়ে ৩, পানিতে ডুবে ৩ জন, চর্মরোগে ২২ জন, চোখের প্রদাহ ১৮ ও অন্যান্য আঘাত প্রাপ্ত ১০ জন চিকিৎসা গ্রহণ করেছেন।
Rajshahi_Pet_Care
সিলেট নগরী

সিলেট নগরীতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হচ্ছে

থানা প্রতিনিধি, উত্তরবঙ্গ প্রতিদিন :: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির বলেন, ‘কুমারগাঁও উপকেন্দ্রের চারপাশে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছে। কেন্দ্রের ভেতরের পানি সেচে বাইরে ফেলা হয়েছে। এখন এই কেন্দ্র অনেকটাই ঝুঁকিমুক্ত বলা যায়। রোববারই উপশহর বিদ্যুৎ উপকেন্দ্রকে একইভাবে ঝুঁকিমুক্ত করা হয়।’সিলেট নগরী ও সুনামগঞ্জ শহরের বেশির ভাগ এলাকায় ফিরতে শুরু করেছে বিদ্যুৎ। সিলেটের বেশ কিছু উপজেলাতেও সরবরাহ স্বাভাবিক হয়েছে। তবে এখনও অন্ধকারে আছে দক্ষিণ সুরমা, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলা। সুনামগঞ্জের উপজেলাগুলো এখনও বিদ্যুৎহীন।