Rajshahi_Pet_Care
rassel-viper

রাজশাহী মহানগরীতে রাসেল ভাইপার সাপের আতংক

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: গত ২৪ সেপ্টেম্বর রাতে রাজশাহী সিটি কর্পোরেশনের  ২৫, ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলরের কার্যালয়ে ঢুকে পড়ে একটি কালাচ। পরে সাপটিকে পিটিয়ে মেরে ফেলা হয়। সম্প্রতি গোদাগাড়ী উপজেলার শেকরমারি গ্রামের আদিবাসী গৃহবধূ আদরী সর্দারকে সাপে কাটে। আদরী রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন। বিছানার ওপরেই সাপ উঠে পায়ে কাটে। আদরীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসার পর তাঁর মৃত্যু হয়। পরিবারের সদস্যরা সাপটিকেও মেরে হাসপাতালে এনেছিলেন চিকিৎসককে দেখানোর জন্য। মৃত সাপটিকে দেখে চিকিৎসকেরা জানান, এটি বিষধর ক্রেইট বা কালাচ। এই সাপটি গোখরার চেয়েও বিষধর বলে জানান চিকিৎসকরা