Rajshahi_Pet_Care
In-Sagar-Rooney-murder-the-report-was-delayed-95

সাগর-রুনি হত্যাকান্ডে ১১ বছরে প্রতিবেদন পেছালো ৯৫ বার

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদনের জন্য অন্তহীন অপেক্ষায় প্রহর গুনছে পরিবার ও সহকর্মীরা। রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি খুন হয়েছিলেন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি।এ হত্যার ঘটনায় সন্দেহভাজন ৮ জনকে গ্রেপ্তার, ১৬০ জনের জবানবন্দি গ্রহণ, ডিএনএ টেস্টের জন্য আমেরিকা পাঠানো, ফলাফলের অপেক্ষো— এই অন্তহীন চক্রে কেটে গেছে ১১ বছর। মামলাটির তদন্ত শেষ করে অভিযোগপত্র জমা দিতে পারেনি তদন্ত সংস্থা র‌্যাব। সর্বশেষ ১লা  ডিসেম্বর আদালতে প্রতিবেদন জমার কথা থাকলেও তা পিছিয়ে যায়। এর মধ্য দিয়ে ৯৫ বার পেছায় তদন্ত প্রতিবেদন জমা। বারবার সময় নিয়েও অভিযোগপত্র দিতে না পারাকে ন্যায়বিচার নিশ্চিতে অনীহা হিসেবে দেখছেন নিহত ২  সাংবাদিকের স্বজনরা।