Rajshahi_Pet_Care
Rimi-Sen

৪ কোটি খুইয়ে প্রতারকের জালে রিমি সেন

বিনোদন প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: বেশ কয়েক বছর আগে বিতর্কিত রিয়েলিটি শো বিগ বসে প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছিল বলিউড অভিনেত্রী রিমি সেনকে। বিগ বসের ঘরে তাঁর থাকার দিনগুলো দর্শকরা মোটেই ভুলে যেতে পারেন না। শোয়ের শুরু থেকে বাড়ি যাওয়ার জন্য তিনি যা কান্নাকাটি শুরু করেছিলেন, তা মোটেই ভোলার নয়। বলিউড ছবিতে অভিনয়ের পাশাপাশি ভবিষ্যতে যে তিনি সিনেমা পরিচালনাও করতে চান, তা জানিয়েছিলেন।যদিও বেশ কয়েক বছর ধরে রুপোলি পর্দায় দেখা যায়নি বলিউড ডিভা রিমি সেনকে। তবে, ভক্তদের কাছ থেকে মোটেই সরে যাননি তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকেন তিনি। প্রতারণার শিকার বলিউডের বাঙালি অভিনেতা প্রযোজক রিমি সেন(Rimi Sen)। প্রতারকের পাল্লায় পড়ে খুইয়েছেন ৪ কোটি ১৪ লক্ষ টাকা। জালিয়াতের বিরুদ্ধে পুলিসের দ্বারস্থ হয়েছেন নায়িকা। মুম্বইয়ের এক ব্যবসায়ীর জালে জড়িয়েছেন অভিনেতা। ধুম, হাঙ্গামার মতো জনপ্রিয় ছবিতে অভিনয়ের পর বেশ অনেকদিনই বড়পর্দায় দেখা মেলেনি তাঁর।