This-time-the-high-court-did-not-grant-bail-to-the-defendants-of-the-victimized-journalist

এবার নির্যাতিত সাংবাদিকের আসামীদেরও জামিন দিলোনা হাইকোর্ট ( ভিডিওসহ )

স্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন ::   রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় করা মামলায় ৬ আসামির জামিনের জন্য আবেদন শুনানির অনুমতি না দিয়ে ফেরত দিয়েছেন হাইকোর্ট।বুধবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ আবেদন ফেরত দেন।আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া জানান, আসামিরা আগাম জামিনের জন্য আদালতে হাজির হয়ে জামিন শুনানির জন্য আবেদন করলে আদালত অনুমতি না দিয়ে সরাসরি আবেদন ফেরত দিয়েছেন।
Rajshahi_Pet_Care
ruj_news2022

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন ::  রোববার নগরের দড়িখরবনা মোড়ে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ থেকে এ সময় বেঁধে দেওয়া হয়।বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত সোমবার এটিএন নিউজের দুই সাংবাদিক হামলার শিকার হন।বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম। সমাবেশে বিএফইউজের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, নির্বাহী পরিষদ সদস্য বদরুল হাসান লিটন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক, জ্যেষ্ঠ সাংবাদিক ও ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার আনোয়ার আলী হিমু, জ্যেষ্ঠ সাংবাদিক জাবিদ অপু, দুলাল মাহবুব ও সাইফুর রহমান রকি বক্তব্য দেন।