জেলখানায় ৭ খুনের আসামী নুর হোসেনের কাছ থেকে মোবাইল উদ্ধার

জেলখানায় ৭ খুনের আসামী নুর হোসেনের কাছ থেকে মোবাইল উদ্ধার

জেলা প্রতিনিধি, উত্তরবঙ্গ প্রতিদিন :: নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার ফাঁসির আসামি নূর হোসেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর কনডেম সেলে বসেই মোবাইল ফোন ব্যবহার করেন। আজ শনিবার সকাল ১১টায় জেল সুপার আব্দুল জলিল জানান, গত বুধবার কারাগারের কনডেম সেল থেকে নূর হোসেনের ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করেছে কারা কর্তৃপক্ষ।

 

জেল সুপার আব্দুল জলিল বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেন কনডেম সেলে বসে মোবাইল ফোন ব্যবহার করছেন। এর সত্যতা যাচাইয়ে গত বুধবার তার কনডেম সেলে অভিযান চালালিয়ে একটি মিনি বাটন মোবাইল উদ্ধার করা হয়।’

Murder after raping a nurse on a moving bus

রাজশাহীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ জনতার হাতে আটক

মহানগর প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন  ;:রাজশাহী মহানগরীর বিমানবন্দর থানার তকিপুরে কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে জারমান আলী (৬১) নামে এক বৃদ্ধকে পিটিয়ে পুলিশে দিয়েছে ক্ষুদ্ধ জনতা।   শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে পুলিশের…
না ফেরার দেশে রাজশাহীর ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জাফর 

না ফেরার দেশে রাজশাহীর ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জাফর 

মহানগর প্রতিনিধি, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহী মহানগর আওয়ামী লীগ ১০নং ওয়ার্ডের সভাপতি ও রাজশাহী মহানগর ছাত্রলীগ আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও সাবেক সহ-সভাপতি জাফর আহমেদ মৃত্যুবরন করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন) 

আজ বৃহস্পতিবার সকালে ৯টা ২৫মিনিটে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরন করেছেন। 

বিষাক্ত টমেটোতে সয়লাব রাজশাহী অঞ্চল

বিষাক্ত টমেটোতে সয়লাব রাজশাহী অঞ্চল

গোদাগাড়ী ও তানোর প্রতিনিধি, উত্তরবঙ্গ প্রতিদিন :: হঠাৎ করে দেখে মনে হতে পারে কোন বৈজ্ঞানিক পরীক্ষণ চলছে। মোটা পলিথিন পেপারের উপর অপরিনত কাঁচা টমেটো ছড়িয়ে দিচ্ছে কয়েকজন। এরপর স্প্রে মেশিন দিয়ে টমেটোর উপর কুয়াশার মতো ছড়িয়ে দিচ্ছে ইথিফন। 

 

এতেই সবুজ টমেটো হয়ে উঠছে লাল টুকটুকে। সেগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গার উদ্যেশ্যে হচ্ছে প্যাকেট। রাজশাহীর গোদাগাড়ীতে এভাবেই বিষাক্ত ইথিফন দিয়ে পাকানো হচ্ছে টমেটো ছড়িয়ে যাচ্ছে সারাদেশ।
Domestic weapons recovered from Rajshahi Katakhali area

রাজশাহী কাটাখালী এলাকা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

মহানগর প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন  : রাজশাহীর কাটাখালী থেকে পরিত্যক্ত অবস্থায় রামদা, চাইনিজ কুড়াল, হাসুয়াসহ ২১টি দেশিয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী বাগমারায় ভারতীয় নাগরিকের রহস্যজনক মৃত্যু

রাজশাহী বাগমারায় ভারতীয় নাগরিকের রহস্যজনক মৃত্যু

থানা প্রতিনিধি,উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীর বাগমারা উপজেলায় বেড়াতে এসে উত্তম কুমার বিশ্বাস (৩৯) নামের এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেউখালী গ্রামে এই অপমৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাজশাহী বাগমারা থানা পুলিশ শনিবার (১৮ ডিসেম্বর) সকালে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তার মৃত্যুর পর মিলছে চোরাচালান সিন্ডিকেটের নানা তথ্য। মৃত উত্তম কুমার বিশ্বাসের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায়।

তবে গত দুই মাস আগে চেউখালী গ্রামের সাইফুল ইসলামের (৫৪) বাড়িতে এসেছিলেন তিনি। এরপর থেকে তিনি ওই বাড়িতে অবস্থান করছিলেন।

ভিসা নিয়ে বৈধভাবেই তিনি বাংলাদেশে আসেন বলে নিশ্চিত হয়েছে পুলিশ। স্থানীয় সূত্রগুলো বলছে, পূর্ব পরিচয়ের সূত্র ধরে সাইফুলের বাড়িতে অবস্থান করছিল উত্তম। সাইফুল ইসলাম ও তার ভাই লুৎফর রহমান এবং উত্তম কুমার চোরাচালানসহ ভারতে লোক পাঠানোর সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। 

 

প্রাচীন মূর্তি, মুদ্রা ও অবৈধ অস্ত্র নিয়ে এসে বেচাকেনার অভিযোগও রয়েছে এই সিন্ডিকেটের বিরুদ্ধে। এছাড়া চিকিৎসা ভিসায় ভারতে লোকজন পাঠানোর দালালিও করেন তারা। এমন ঘটনায় দুই বছর আগে সাইফুল ভারতে গ্রেফতার হন এবং জেলও খাটেন। তার ভাই লুৎফর একাধিক মামলার আসামি হয়ে পালিয়ে গিয়ে কয়েক বছর ধরে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলায় বসবাস করছেন। 

 

সেই সুবাদে সাইফুলের বাড়িতে ভারতীয় লোকজনের আসা-যাওয়া রয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

 

জানতে চাইলে রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, শনিবার সকালে খবর পেয়ে পুলিশ ওই গ্রামে যায়। পরে সাইফুল ইসলামের বাড়ি থেকে উত্তমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।