Rajshahi_Pet_Care
ashik-physics-rajshahi

রাজশাহীতে আসিক ফিজিক্স সেন্টার না ‘রেপ সেন্টার’

ষ্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীকে বলা হয় শিক্ষা নগরী। এখানে শিক্ষা ব্যবস্থাকে ঘিরে প্রায় দুই দশক আগেই গড়ে উঠে কোচিং ব্যবসা। কয়েক বছর ধরে পাঠদানের নতুন আরেকটি পদ্ধতি চলছে। সেটি হলো বিভিন্ন ভাইয়ার ব্যাচে কোচিং। রাজশাহী শহর ঘুরে প্রায় অর্ধশতাধিক ভাইয়া ও কোচিং সেন্টার ও কয়েকজন শিক্ষকের অনুসন্ধান করে বিভিন্ন তথ্য বেরিয়ে এসেছে। জানা গেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কোচিং গুলোর শিক্ষক। শিক্ষকদের ক্লাস প্রতি সম্মানী দেয় ভাইয়া ও কোচিং চালানোর সাথে সংশ্লিষ্টরা। আর শিক্ষার্থীদের অভিযোগ তুলছেন তাদের কিছু শিক্ষকদের উপর। যদি কেউ না পড়ে তবে মার্ক কম দেয়া হতে পারে। কিন্তু এরই আড়ালে আরেক ধরনের কোচিং শুধু মাত্র ছাত্রীদের নিয়েই দেহ ব্যবসা চালু করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় প্রমানও মিলেছে সেই কোচিং সেন্টারের বিরুদ্ধে। রাজশাহী উদ্ভাস কোচিং এর পাশে অবস্থিত ঐ কোচিং এর নাম ‘আসিক ফিজিক্স’ সেন্টার।