Rajshahi_Pet_Care
ahm-Khairuzzaman-Liton-mayor-selected-Again

লিটনকে ভোট দিয়ে কর্মসংস্থানের ভাগ্য সুনিশ্চিত করেছে রাজশাহীবাসী

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে আবারও মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য  এএইচএম খায়রুজ্জামান লিটন । বেসরকারিভাবে দেওয়া ১৫৫টি ভোটকেন্দ্রের ফল অনুযায়ী, লিটন পেয়েছেন এক লাখ ৬০ হাজার ২৯০ ভোট। ১৩ হাজার ৮৮৩ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুরশিদ আলম ফারুকী। এ ছাড়া জাকের পার্টি মনোনীত গোলাপ ফুল প্রতীকের প্রার্থী লতিফ আনোয়ার ১১ হাজার ৭১৩ ও জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম স্বপন পেয়েছেন ১০ হাজার ২৭২ ভোট। রাজশাহীতে মোট ৫২ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।
Shahin-Akter-Rainy-Mayor-election-canvas

রাজশাহীতে লিটনের পক্ষে নির্বাচনী প্রচারণায় শাহীন আকতার রেনীর মহানগর জুড়ে পথসভা

রমজান আলী, উত্তরবঙ্গ প্রতিদিন ::  আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের নৌকার পক্ষে রাজশাহী মহানগরীর ১ নং ওয়ার্ড কাশিয়াডাঙ্গা ও কাঠালবাড়ি এলাকায় মতবিনিময় সভা ও জনসংযোগ করেছেন বিশিষ্ট সমাজ সেবক, নারী নেত্রী এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেনী। সেই সাথে তার এ নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রউফ এবং তরুন প্রজন্মের বর্ষসেরা করদাতা, সমাজসেবক, ক্রীড়ানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী মুখলেসুর রহমান মুকুল। 
rajshahi-election-counsilor-news.jpg

রাসিকের যে সাবেক কাউন্সিলর মানবতার স্বাক্ষর রেখে চলেছেন

হাবিব, উত্তরবঙ্গ প্রতিদিন :: একটি সিটি কর্পোরেশনের  নির্বাচনের জন্য মেয়র প্রার্থী বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ হলো ওয়ার্ড কাউন্সিলর বাছাই। যারা ওয়ার্ড পর্যায়ে নাগরিকদের খুব কাছাকাছি অবস্থান করেন। স্থানীয় ওয়ার্ডবাসীদের সমর্থনে যারা স্থানীয় জনপ্রতিনিধির আসনে বসেন এবং ক্ষমতায়িত হন। এই ওয়ার্ড কাউন্সিলরদের শিক্ষা, জ্ঞান, মেধা, দৃষ্টিভঙ্গি, নাগরিক মূল্যবোধ, অভিজ্ঞতা, স্বদেশপ্রেম, স্থানীয় জনগণের কাছে ইতিবাচক গ্রহণযোগ্যতা থাকতে হয় এবং সর্বোপরি চিন্তা চেতনায় সংবিধানসম্মত হতে হয়।
a-h-m-Khairuzzaman-liton

রাজশাহীতে নৌকার মাঝি হিসেবে ‘লিটনের বিকল্প লিটন’

ষ্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন ::আগামী ২১ জুন অনুষ্ঠেয় রাজশাহী সিটি কর্পোরেশনের  নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। আজ শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খায়রুজ্জামান লিটন। শনিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বার্তায় খায়রুজ্জামান লিটনকে মেয়র প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।