Rajshahi_Pet_Care
si-abu-haider-crime-rajshahi

মিস্ট্রি এবাউট রাজশাহী মালোপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই হায়দার

হাবিব জুয়েল,উত্তরবঙ্গ প্রতিদিন :: ঠিক যেন ব্লকবাস্টার সিনেমার কাহিনী। অনেকটাই জিরো থেকে হিরো হওয়ার গল্প । না, এটা হালের আলোচিত সিনেমা কেজিএফ কিংবা বাংলাদেশী মহানগর ওয়েব সিরিজের ট্রেইলারের গল্প বলছিনা । আমি বলছিলাম বাংলার ভিলেন এলেন স্বপন বা দুই বাংলায় আলোড়ন সৃষ্টিকারী মহানগর ওয়েব সিরিজের ভিলেন অনির্বাণ ভট্টাচার্যের চরিত্রের কথা ।  তবে যে গল্পটির অনুসন্ধান মিলেছে রাজশাহীতে তাতে ভারতীয় প্রযোজক সুবাস ঘাই কিংবা রাজশাহীতে নির্মিত প্রথম ওয়েব সিরিজ ‘শাটিকাপ’ এর মত প্রযোজক এই গল্প নিয়ে সুপার হিট মুভি নির্মান করতে পারবেন নিঃসন্দেহে। সম্প্রতি এমনই একজন দুর্নীতিবাজ ও বদমেজাজি (সাইকো) পুলিশ সদস্যর সন্ধান পাওয়া গেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানায়। এই পুলিশ সদস্যর নাম আবু হায়দার। বর্তমানে এসআই আবু হায়দার রাজশাহী বোয়ালিয়া মডেল থানার অন্তর্গত মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ।