Rajshahi_Pet_Care
rcc-6-ward-counsilor-tuku-news-live.jpg

সকল প্রতিবন্ধকতাকে জয় করে যিনি রাজশাহী সিটি কর্পোরেশনের একজন সফল কাউন্সিলর

রমজান আলী, উত্তরবঙ্গ প্রতিদিন :: সকল প্রতিবন্ধকতাকে জয় করে যিনি রাজশাহী সিটি কর্পোরেশনের একজন সফল কাউন্সিলর ও আইনজীবী হয়েছেন তিনি অন্য কেউ নন বরং তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের ০৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু । এলাকাবাসী উন্নয়নে প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচি নিয়ে তিনি হাজির হন। প্রতিবারই ভিন্ন আঙ্গিকে ভিন্ন কৌশলে জনসেবা করে যাচ্ছেন এই কাউন্সিলর। কখনও অসহায় শিশুদের পাশে, কখনও প্রতিবন্ধীদের পাশে আবার কখনও নও মুসলিমদের পাশে এভাবে একের পর এক সামাজিক কর্মকান্ড করেই যাচ্ছেন তিনি। মানুষের সেবা করাই যেন তার নেশা পেশা হিসেবে পরিণত হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের অন্য সকল কাউন্সিলরের চেয়ে তিনি ব্যাতিক্রমী কর্মকাণ্ডে যে নিজেকে এগিয়ে রেখেছেন এ বিষয়ে বিন্দু সন্দেহ নেই।