Sheikh Hasina meeting with Narendra Modi in India (with video)

ভারতে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনা ( ভিডিওসহ )

স্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন :: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বৈঠকে বসেন তারা । সংবাদ সম্মেলনে মোদি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য দ্রুত বাড়ছে। আমরা তথ্যপ্রযুক্তি, মহাকাশ ও পারমাণবিক খাতে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। বিদ্যুৎ সঞ্চালন লাইন নিয়েও ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা চলছে। বাংলাদেশের সঙ্গে ভারত পায়ে পা মিলিয়ে চলবে উল্লেখ করে মোদি বলেছেন, আগামী ২৫ বছরে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়, ভারত-বাংলাদেশের সঙ্গে একটি ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা শুরু করবে বলেও জানিয়েছেন নরেন্দ্র মোদি।  তিনি বলেন, উভয় দেশই সিইপিএ নিয়ে একটি যৌথ সমীক্ষায় জড়িত, যা বহু বছর ধরে দুই প্রতিবেশীর মধ্যে আলোচনায় রয়েছে। বাংলাদেশ-ভারতের বৃহত্তম উন্নয়ন সহযোগী এবং বৃহত্তম আঞ্চলিক বাণিজ্য অংশীদার।
বঙ্গভবন

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে  বসছে জাপা

স্টাফ রিপোর্টার , উত্তরবঙ্গ প্রতিদিন :: একটি স্বাধীন, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, শক্তিশালী ও কার্যকর নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাঙ্ক্ষিত সংলাপ। সোমবার (২০ ডিসেম্বর) প্রথম দিনে বিকাল ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে অংশ নেবে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। 

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন নিয়ে আলোচনায় বসছে প্রধান বিরোধীদল জাতীয় পার্টি। বিকেল ৪ টায় বঙ্গভবনে সংলাপ শুরু হবে।’ জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে আলোচনায় বসবেন। 

Rajshahi_Pet_Care
president abdul hamid

বঙ্গবন্ধুর আদর্শ থেকে তরুণদের শিক্ষা গ্রহণ করতে হবে (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক,উত্তরবঙ্গ প্রতিদিন :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে নিজ নিজ দেশ ও জনগণের সেবায় নিয়োজিত হওয়ার জন্য বিশ্বের যুবকদের প্রতি আহ্বান জানিয়েছেন…