fish-exhibition-in-natore

নাটোরে মৎস্য সপ্তাহের উদ্বোধন

রাজু দে (স্টাফ রিপোর্টার) উত্তরবঙ্গ প্রতিদিন :: নাটোরে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে আজ । এবারের প্রতিপাদ্য “ নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ ”। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে নাটোর শহরের ক্যালেক্টরেট ভবন চত্বর থেকে এক বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যালেক্টরেট ভবন চত্বরে এসে শেষ হয়। 
Rajshahi_Pet_Care
An ancient idol of Vishnu weighing 80 kg was recovered at Singra in Natore

নাটোরের সিংড়ায় ৮০ কেজি ওজনের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার

নাটোর প্রতিনিধি উত্তরবঙ্গ প্রতিদিন ::  ::    নাটোরের সিংড়ায় সরকারি পুকুর সংস্কারের সময় প্রায় ৮০ কেজি ওজনের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের বেলতা গ্রামের ঘুষি পুকুর সংস্কারের সময় মূর্তিটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এর আগে গত ২৬ মে একই পুকুর থেকে ৬০ কেজি ওজনের আরেকটি প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার করে পুলিশ। এছাড়াও গত ১৭ মে একই গ্রামের জয়রামসাগর পুকুর সংস্কারের সময় ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের অপরটি মূর্তিও উদ্ধার করেছে পুলিশ।