Rajshahi_Pet_Care
farooq-the-mp-who-beat-up-the-principal-in-rajshahi-used-to-run-a-flour-mill

রাজশাহীতে অধ্যক্ষকে পেটানো এমপি ফারুক আটার মিল পরিচালনা করতেন 

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন ::  এরশাদ সরকারের শাষনামল ১৯৮৫ সাল। সেই সময় রাজশাহী ১ আসনের বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরী তখন রাজশাহী ম্যাচ ফ্যাক্টরির মোড়ে অবস্থিত একটি আটা ময়াদার মিলের পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন। ধীরে ধীরে আটা মিলটি নিজের আয়ত্ত করে নেন তার সততা ও বুদ্ধিমত্তা থেকে। এরপর তার কাছের এক আত্মীয়র মাধ্যমে নেমে পড়েন খাদ্য বিভাগের ঠিকাদার হিসেবে। একদিকে আটার মিল অন্যদিকে ঠিকাদারী জীবনের সূচনা করেন আজকের এই এমপি ফারুক চৌধুরী।   মূলত ঠিকাদারী দেখাশোনা করতেন তার ময়না নামের দূর্সম্পর্কের এক ভাগ্নে। অবশ্য সেই ময়না এখন এমপি ফারুকের মদদপুষ্ট চেয়ারম্যান। তিনি বর্তমান রাজশাহী তানোর উপজেলা  চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। মামা ভাগ্নে মিলে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় উপজেলায় চাল ধান সরবরাহের কাজ করতেন। ঠাকুরগাঁও, রুহইয়া, দিনাজপুর এই অঞ্চল্গুলো ছিলো বর্তমান এমপি ফারুক চৌধুরী ও ময়নার কর্মস্থল। এর মধ্যে স্বৈরাচার এরশাদ পতনের ঘটনা ঘটলে রাতারাতি দল পালটে বিএনপিতে যোগদান করে ঠিকাদারী রাজত্ব কায়েম করেন।