Rajshahi_Pet_Care
health-minister-jahid-malik

মানিকগঞ্জের ডিসি লতিফের বিরুদ্ধে যে কারনে সোচ্চার স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন ::  বেশি মূল্যে জমি অধিগ্রহণের অর্থ হাতিয়ে নিতে সব ধরনের কূটকৌশলের আশ্রয় নিয়েছে একজন প্রভাবশালী মন্ত্রীর পরিবার। নিজ মন্ত্রণালয়ের প্রকল্পের জমি অধিগ্রহণ প্রস্তাব চূড়ান্ত হওয়ার পর প্রথমে তিনি প্রস্তাবিত প্রকল্প এলাকার জমি পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের নামে কেনার ব্যবস্থা করেন। এ কাজে ব্যবহার করা হয় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও দলীয় ক্যাডারদের। দাম বাড়াতে নাল শ্রেণির জমি মাটি ভরাট করে উঁচু করা হয়।।এরপর কাগজ-কলমে শ্রেণি পরিবর্তন করতে তিনি ডিও লেটার দেন আইন মন্ত্রণালয়ে। অতঃপর রাতারাতি নাল শ্রেণির জমি কাগজ-কলমে হয়ে যায় ভিটি শ্রেণি। এদিকে সবকিছু যখন ঠিক ঠাক তখন প্রতারণামূলক এ উদ্যোগে বাগড়া দেন সাহসী মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ ।