মানবতা বিরোধী ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী সাবেক প্রতিমন্ত্রী কায়সারের মৃত্যু 

মানবতা বিরোধী ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী সাবেক প্রতিমন্ত্রী কায়সারের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক,উত্তরবঙ্গ প্রতিদিন :: একাত্তরের মুক্তিযুদ্ধে গণহত্যা ও ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।    আজ শুক্রবার ভোর ৫টার দিকে…
সম্পত্তি দখল করতে বাবাকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠালো সন্তানরা

সম্পত্তি দখল করতে বাবাকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠালো সন্তানরা

চট্টগ্রাম প্রতিনিধি, উত্তরবঙ্গ প্রতিদিন :: ৩৮ বছর কাটিয়েছেন মধ্যপ্রাচ্যে। এর মাঝে দুই ছেলেকে উচ্চশিক্ষিত করে পাঠিয়েছেন ব্রিটেন এবং সুইজারল্যান্ডে। আর দুই মেয়েকেও পড়ালেখা শেষ করে বিয়ে দিয়েছেন। কিন্তু এখন চরম বিপর্যয় নেমে এসেছে আবুল কালাম আজাদ নামে ষাটোর্ধ্ব এই বৃদ্ধের জীবনে। সম্পত্তি নিজেদের নামে লিখে নিতে না পেরে সন্তানরা তাকে মাদকাসক্ত সাজিয়ে দুই মাস ধরে আটকে রেখেছেন নিরাময় কেন্দ্রে।

এমনকি হুমকি দিয়েছেন ইয়াবা দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার। একটি অপহরণ মামলার তদন্ত করতে গিয়ে আবুল কালাম আজাদের সন্ধান পেয়েছে পিবিআই।

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার প্রশান্তি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে বসে নিজের জীবনের ঘটে যাওয়া নানা দুর্ঘটনা এবং সন্তানদের হাতে নির্যাতনের দুর্বিষহ কাহিনি পুলিশের কাছে বর্ণনা করছেন ষাটোর্ধ্ব বৃদ্ধ আবুল কালাম আজাদ। ৩৮ বছর ছিলেন দুবাইতে। প্রবাসজীবনের আয় দিয়ে চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন স্থানে কিনেছেন বেশ কিছু জায়গা। আর এই সম্পত্তি হাতিয়ে নিতে নিজ সন্তানরাই তাকে অমানুষিক নির্যাতন চালিয়ে যাচ্ছেন। এমনকি মাদকাসক্ত না হওয়া সত্ত্বেও দুই মাস ধরে আটকে রাখা হয়েছে এই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে।

ভুক্তভোগী বাবা আবুল কালাম আজাদ বলেন, ‘আমার সন্তানরা চায়, জায়গা-জমি তাদের নামে লিখে দিই। কিন্তু আমি তাদের বলেছি, আমি কেন লিখে দেব? আমার মৃত্যুর পর তোমরা তো এমনিতেই পাবে। এ জন্য তারা আমার ওপর অনেক অত্যাচার করেছে।’২০১৭ সালে স্ত্রীর অসুস্থতার খবর পেয়ে আরব আমিরাত থেকে দেশে ফিরে আসেন আবুল কালাম আজাদ। কিডনি রোগে আক্রান্ত স্ত্রী কয়েক দিনের মধ্যেই মারা যান।

সু চির বিরুদ্ধে আবারোও দুর্নীতির নতুন মামলা শুরু

সু চির বিরুদ্ধে আবারোও দুর্নীতির নতুন মামলা শুরু

অনলাইন রিপোর্ট, উত্তরবঙ্গ প্রতিদিন  : মিয়ানমারের ক্ষমতাচ্যুত স্টেট কাউন্সেলর অং সান সুচির বিরুদ্ধে আরেকটি দুর্নীতি মামলা করেছে জান্তা সরকার। বৃহস্পতিবার জান্তার পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এ পর্যন্ত সু…
উম্মাহাতুল মুমিনীন মহিলা  মাদ্রাসা

ধর্ষণের শিকার কাউকে ভর্তি নেয়না রাজশাহীর উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদ্রাসা

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন  :  ধর্ষণের শিকার হয়েছিল এমন তথ্য পেয়ে ভর্তি বাতিল করে এক শিশুকে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহীর উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদ্রাসার বিরুদ্ধে। এমনকি অভিভাবকদের না জানিয়েই শিশুকে ওই আবাসিক মাদ্রাসা থেকে বের করে ফটক আটকে দেওয়া হয়।

উম্মাহাতুল মুমিনীন মহিলা  মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, অন্য শিক্ষার্থীদের অভিভাবকরা আপত্তি জানানোয় শিশুটির ভর্তি বাতিল করা হয়েছে। বাধ্য হয়ে শিশুকে একটি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করেছেন তার অভিভাবকরা। মাদ্রাসা থেকে তাড়িয়ে দেওয়া শিশুর বয়স এখন ৮ বছর।

 

২০২০ সালের ২১ মার্চ প্রতিবেশী এক কিশোরের হাতে ধর্ষণের শিকার হয় সে। ওই ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তারের পর সেই কিশোর এখন বন্দি রয়েছে রাজশাহী কারাগারের কিশোর ওয়ার্ডে। পুলিশি তদন্তে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের প্রাথমিক সত্যতাও মিলেছে।

 

উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদ্রাসা থেকে বিতাড়িত হওয়া শিশুর বাবা শারীরিক প্রতিবন্ধী। নিজের কোনো ভিটেমাটি নেই। রাজশাহী নগরীতে রেলওয়ের জমির ওপর গড়ে ওঠা বস্তির একটি ঘরে পরিবার নিয়ে তার বসবাস। সড়ক দুর্ঘটনায় শারীরিক প্রতিবন্ধী হয়ে এখন অটোরিকশা চালিয়ে কোনোরকমে সংসার চালাচ্ছেন।

 

 

জানা গেছে, ২০২০ সালের ২০ মার্চ প্রতিবেশী এক কিশোর বাড়িতে গিয়ে শিশুটির কাছে দিয়াশলাই চায়। ওই শিশু দিয়াশলাই দিলে কিশোর সেটি নিয়ে হাঁটা ধরে। দিয়াশলাইয়ের জন্য শিশুটিও কিশোরের পিছু নেয়। একপর্যায়ে বাড়ির পাশের নির্জন স্থানে শিশুটিকে ধর্ষণ করে ওই কিশোর। ধারণ করে ভিডিও চিত্রও। পরে ঘটনাটি এলাকায় জানাজানি হলে শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেন। এরপর পুলিশ কিশোরকে আটকের পাশাপাশি তার মোবাইল ফোনটি জব্দ করে।

ধর্ষণের শিকার হওয়ার পর সন্তানের নিরাপত্তার কথা ভেবে চলতি মাসের শুরুতে রাজশাহী নগরীর হড়গ্রাম মুন্সিপাড়া এলাকার উম্মাহাতুল মু’মিনীন মহিলা মাদ্রাসায় শিশুকে ভর্তি করেন তার অভিভাবকরা।

বেসরকারি এই মাদ্রাসাটিতে শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থাও রয়েছে। শিশুর মা ভেবেছিলেন, এই মাদ্রাসায় ভর্তি করলে তার সন্তান নিরাপদেই থাকবে। তবে তিন দিন পরই তাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়। ফেরত দেওয়া হয়েছে ভর্তিবাবদ ও আবাসিক ছাত্রী হিসেবে মাদ্রাসায় থাকার জন্য জমা নেওয়া টাকা।

অভিভাবকদের না জানিয়েই শিশুকে মাদ্রাসা থেকে বের করে ফটক আটকে দেওয়া হয় জানিয়ে তার মা দেশ রূপান্তরকে বলেন, ‘ভর্তির তিন দিন পর আমার মেয়েকে মাদ্রাসার গেটের বাইরে বের করে দেওয়া হয়। তারপর গেট লাগিয়ে দেয়। মেয়েটা গেটের বাইরে দাঁড়িয়ে তখন কাঁদছিল।

পরে মাদ্রাসার পরিচালক আমাকে ডাকল। আমাকে বলল, “আপনার মেয়েকে নিয়ে গিয়ে অন্য কোথাও ভর্তি করেন।” আমি বললাম, আমার মেয়ের কোনো সমস্যা? তখন বললেন, “না, দূরে কোথাও ভর্তি করেন।”

আমি কাঁদতে কাঁদতে বললাম, আপনার মেয়ের সঙ্গে যদি এ ধরনের ঘটনা ঘটে, তাহলে আপনি কী করবেন? তখন কোনো কথা বলছে না সে (মাদ্রাসা পরিচালক)। আমাকে টাকাটা ফেরত দিয়ে মেয়েকে বের করে দিল। আমার মেয়ের কোনো সমস্যা দেখাতে পারছে না, খালি বলছে “দূরে কোথাও ভর্তি করেন”।

https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//www.youtube.com/watch?v=6zNkGsURsnQ

 

এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসাটির পরিচালক মাওলানা মোহা. হাবিবুল্লাহ বলেন, ‘মেয়েটার ব্যাপারে অন্য শিক্ষার্থীদের অভিভাবকরা এসে অভিযোগ করে আমাকে বলেছিল যে, তার সমস্যা আছে। আমি নাকি যাকে-তাকে ভর্তি নিয়ে নিচ্ছি। অভিভাবকদের আপত্তি থাকায় এ মেয়েটার ভর্তি বাতিল করতে হয়েছে। টাকাও ফেরত দেওয়া হয়েছে।’

উত্তরবঙ্গ প্রতিদিনে আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন এড. শাহীন আল মামুন বিদ্যুৎ 

উত্তরবঙ্গ প্রতিদিনে আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন এড. শাহীন আল মামুন বিদ্যুৎ 

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: উত্তরবঙ্গের প্রান কেন্দ্র শিক্ষা নগরী রাজশাহী থেকে প্রকাশিত বহুল প্রচারিত নিউজ পোর্টাল উত্তরবঙ্গ প্রতিদিনে আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সহ-সাধারন সম্পাদক জনাব শাহীন আল মামুন ( বিদ্যুৎ) এবং ষ্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন নিউজ পোর্টাল উত্তরবঙ্গ প্রতিদিনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি রুবেল আলী ড্যানো

 

করোনায় আক্রান্ত রাজশাহীর নগর পিতা

করোনায় আক্রান্ত রাজশাহীর নগর পিতা

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল গণমাধ্যমকে…