Posted inBreaking News latest news today news
ওয়ার্ড সচিব থেকে কোটিপতি রাসিক কর্মী শামসুল
ওলি আহম্মেদ, উত্তরবঙ্গ প্রতিদিন :: নাম তার শামসুল। এক সময় ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরের সচিব। করতেন জামাত বিএনপির রাজনীতি। বিয়ে করেছেন রাজশাহী মহানগরীর কাঠালবাড়িয়া এলাকায়। কিন্তু বর্তমানে রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত আছেন। কিন্তু ভাবখানা এমন সিটি কর্পোরেশন তিনিই চালান। অবশ্য রাজশাহী সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের সচিব থাকাকালীন দূর্নীতি দায়ে অভিযুক্ত হলে তাকে রাসিকের উন্নয়ন শাখায় পাঠিয়ে দেয়া হয়। ২০১৪ সালে রাজশাহী কাশিয়াডাঙ্গা এলাকায় বিএনপি জামাতের নাশকতা মামলায় শামসুলের নাম আসলেও তা সিটি কর্পোরেশনের তৎকালীন বিএনপির মেয়র বুলবুলের হস্তক্ষেপে সেই মামলার অভিযোগ থেকে অব্যহতি পান রাসিক কর্মী শামসুল। বর্তমানে হাইব্রিড আওয়ামীলীগ সেজে নিজ শ্যালক মনোয়ার হোসেনকেও মাস্টার রোলে চাকরি নিয়ে দিয়েছেন রাসিকের লাইন ম্যান শাখায়।