3-people-including-roni-are-represented-in-the-railway-meeting-and-the-notification-is-issued

রনিসহ ৩ জনকে রেলওয়ের সভায় প্রতিনিধি করে প্রজ্ঞাপন জারী

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন ::  রেলওয়ের অব্যবস্থাপনা ও দুর্নীতি নিয়ে আন্দোলন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ছাত্র মহিউদ্দিন রনিসহ ৩ শিক্ষার্থীকে রেলওয়ে মন্ত্রণালয়ের অংশীজন সভায় প্রতিনিধি করে প্রজ্ঞাপন জারি করেছে রেলপথ মন্ত্রণালয়। রেলপথ মন্ত্রণালয়ের উপ-সচিব আলমগীর হুছাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্রতিনিধি হিসেবে মনোনীত অপর দুই শিক্ষার্থী হলেন কামরুন্নাহার মুন্নী, রিফাত জাহান শাওন।
Rajshahi_Pet_Care
mohiuddin-rony-the-one-man-army

রনি দি ওয়ান ম্যান আর্মি

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: গল্প, সিনেমা, থিয়েটারে দেখেছেন দি ওয়ান ম্যান আর্মির মত সিনেমাগুলি। অসম্ভব ভাল লাগে একশন দেখতে। কিন্তু বাংলার মাটিতে দি ওয়ান ম্যান আর্মি এখন রনি। এক কথায় বলতে গেলে রনি টক অফ দি সিটি।  কি অবিশ্বাস্য মনে হচ্ছে? কিন্তু মোটেও তা নয়। খোদ বাংলার মাটিতে বেড়ে উঠা এই তরুন আইকনের নাম 'মহিউদ্দিন রনি'।  দূর্নীতি ও দূর্নীতিবাজদের আস্তানা গুঁড়িয়ে দিতেই যুগে যুগে মহিউদ্দিন রনির মত 'দি ওয়ান ম্যান আর্মি' র আগমন ঘটে। যার নজির বর্তমান ঢাকা কমলাপুর রেলষ্টেশন।