Rajshahi_Pet_Care
kakon-four-farmers-dead-tragedy

৪ কৃষক হত্যার মাস্টার মাইন্ড রাজশাহী বরেন্দ্র প্রকল্পের কর্মচারী আশিকুর চাঁদ

স্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন :: চলতি বছরের ১০ জুলাই রাজশাহী গোদাগাড়ীর পাকড়ি ইউনিয়নের মুসরাপাড়া ইয়াজপুর গ্রামে ১৩৩ একর জমি নিয়ে সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জনই ছিল কৃষক এবং ৪র্থ জন দিনমজুর। অনুসন্ধানে জানা যায়, উক্ত জমিটি ওয়াকফ বলে ভোগ দখল করার চেস্টা করে আসছিল কাকন হাট এলাকার ভূমিদস্যু ২ ভাই। উক্ত ২ ভায়ের মধ্যে একজনের নাম আশিকুর রহমান চাঁন ও অন্যজনের নাম সুর্য।