Rajshahi_Pet_Care
italy-will-take-82-thousands-labour-visa

বাংলাদেশসহ সারা বিশ্ব থেকে ৮২ হাজার শ্রমিক নেবে ইটালী

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন ::  ২০২৩ সালে ইতালিতে প্রবেশে সুযোগ পেতে যাচ্ছে ৮২ হাজার ৭০৫ জন বিদেশি শ্রমিক। সম্প্রতি এ বিষয়ে একটি গ্যাজেট প্রকাশ করেছে ইতালি সরকার।  গেজেট অনুযায়ী, কৃষি ও অস্থায়ী ক্যাটাগরিতে ৪৪ হাজার এবং স্থায়ী স্পন্সর ক্যাটাগরিতে ৩৮ হাজার ৭০৫ জন শ্রমিক নেওয়া হবে। বাংলাদেশসহ ৩৩ দেশের নাগরিকরা ইতালিতে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবেন। ইতালি সরকারের এই সিদ্ধান্তকে বাংলাদেশিদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন প্রবাসীরা। এর আগে ২০০১ সালে ৩০ হাজার লোককে ওয়ার্ক পারমিট দেয় ইতালি। ২০২২ সালে এই সংখ্যাটা ছিল ৬৯ হাজার ৭০০ এবং ২০২৩ সালে তা বেড়ে হয়েছে ৮২ হাজার ৭০৫ জন। আগামী ২৭ মার্চ স্থানীয় সময় সকাল ৯টা থেকে ওয়ার্ক ভিসার আবেদন গ্রহণ শুরু হবে। এটি শেষ হবে বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত।