Rajshahi_Pet_Care
prayers-for-iftar-and-sehri-in-ramadan

জেনে রাখুন ইফাতার ও সেহেরীর দোয়া

ইসলামিক সংবাদ, উত্তরবঙ্গ প্রতিদিন ::  রোজার শুরু ও শেষে সেহরি এবং ইফতার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেহরির পর রোজার নিয়ত আবার ইফতারের সময় দোয়া এবং ইফতারের আগে-পরেও রয়েছে তাসবিহ এবং দোয়া। তাই রোজা শুরুর আগ মুহূর্তে সেহরির পর রোজার নিয়ত, ইফতারের সময়ের দোয়াগুলো শিখে নেওয়া এখুনিই জরুরি। কারণ সেহরি ও ইফতার রোজার বরকতময় এবং কল্যাণের অনুসঙ্গ। দোয়া কবুলের অন্যতম সময়। বরকতে ভরপুর সুন্নাতের অনুসরণ ও অনুকরণ। তাই আল্লাহর ফরজ বিধান রোজা পালনের শুরুতে সেহরি ও নিয়তের গুরুত্ব এবং শেষে ইফতারের মুহূর্তের দোয়াগুলো জেনে নেওয়া এবং আগে থেকে প্রস্তুতি নেওয়া প্রত্যেক মুসলিম নর-নারীর উপর ফরজ। কিন্তু রোজা রাখার জন্য নিয়ত এবং ইফতারির দোয়া জানাও ফরজ- এ বিষয়টি অনেকেই জানেন না।