64-marriages-were-completed-in-Biswa-Ijtema

বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন ৬৪ বিয়ে সম্পন্ন

ষ্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন :: গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে নগদ কাবিন পরিশোধে ৬৪ বিয়ে সম্পন্ন হয়েছে। গেল শনিবার নগদ কাবিনের টাকা পরিশোধে মধ্য দিয়ে বর ও কনের নাম ঘোষণা করে এ বিয়েগুলো সম্পন্ন হয়।  ইজতেমার মাঠে এ বিষয়ে  ইজতেমার মিডিয়া মুখপাত্র জহির ইবনে মুসলিম উত্তরবঙ্গ প্রতিদিনকে বলেন, এখানে নগদ কাবিনের শর্তেই বর-কনের মধ্যে বিয়ে সম্পন্ন হয়। মেয়ের পরিবারের পক্ষ থেকে মেয়ের অভিভাবক মেয়ের এজিন (অনুমতি) নিয়ে মাঠে হাজির থাকেন। মাঠে বিয়ের শর্ত বরকে পুরো কাবিনের টাকা কনে পক্ষকে পরিশোধ করতে হয়। এর মধ্যে ১ লাখ টাকা কাবিনের একটি বিয়ে ৮০ হাজার টাকা নগদ ও ২০ হাজার টাকা বাকি ছিল। কিন্তু মাঠেই ২০ হাজার টাকা যোগাড় করে ১ লাখ টাকা পরিশোধ করেই বিয়ে সম্পন্ন করা হয়। উল্লেখিত ৬৪টি বিয়ে বয়ানের মিম্বর থেকে সম্পন্ন করান ভারতের মুরব্বিদের মরহুম জুবায়রুল হাছানের ছেলে মাওলানা জুহায়রুল হাছান। বিয়ে শেষে নব দম্পতিদের জন্য দোয়া ও মাঠে খেজুর বিতরণ করা হয়।
Rajshahi_Pet_Care

Hello Uttorbongo Protidin !

Welcome to Dear Reader.please visit always  Uttorbongo Protidin।। 24x7upnews.com 24/7 Bengali and English News Portal from Bangladesh. Uttorbongo Protidin। 24x7upnews.com  covering all latest breaking, live, national, international entertainment and exclusive crime news.