Rajshahi_Pet_Care
174-people-killed-in-football-match-in-Indonesia

ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ১৭৪ জন নিহত

আন্তর্জাতিক রিপোর্ট, উত্তরবঙ্গ প্রতিদিন::ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দাঙ্গা-সহিংসতায় ২ পুলিশসহ ১৭৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহতের সংখ্যা প্রায় ২০০ জন। ইস্ট জাভা প্রদেশে শনিবার রাতে এই ঘটনা ঘটে।আরেমা এফসি এবং পারসেবায়া সুরাবায়া দলের মধ্যকার ম্যাচ শেষে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। তাদের দামতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। এক পর্যায়ে হুড়োহুড়িতে ঘটে বিশৃঙ্খলা।বেশিরভাগই পদদলিত হয়ে অথবা অত্যাধিক ভীড়ে শ্বাসরোধ হয়ে মারা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।বিবিসির খবরে বলা হয়, পূর্ব জাভায় আরেমা এফসি প্রতিদ্বন্দ্বী পারসেবায়া সুরাবায়ার সাথে হেরে যাওয়ার পর সমর্থকদের সঙ্গে পুলিশের ওই সংঘর্ষ হয়।ভিডিওতে দেখা যাচ্ছে খেলার শেষ বাঁশি বাজার সাথে সাথে সমর্থকরা মাঠের মধ্যে ঢুকে পড়ে।