Eng-Mp-enamul-haque-in-eid

রাজশাহী বাগমারায় জনসাধারণের মাঝে ঈদ পালন করলেন ইঞ্জি: এমপি এনামুল হক

বাগমারা জেলা প্রতিনিধি, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক দলীয় নেতাকর্মী সহ বাগমারার সর্বস্তরের জনসাধারণের সাথে পবিত্র ঈদুল-ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন। পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে ঈদগাঁ মাঠে এবং সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। গ্রামের বাড়িতে এবারের ঈদ-উল-ফিতর উদ্যাপন করায় দ্রুত সময়ে অনুষ্ঠিত হয়েছে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়।
Rajshahi_Pet_Care
Eid-ul-fitr-2023-rajshahi

রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহে বিভেদ ভুলে বিএনপি ও আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করা হয়েছে। এ ছাড়া দেশ ও জাতির কল্যাণ কামনা করে সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ জানানো হয়। চলমান দাবদাহ থেকে রক্ষায় বৃষ্টিপাত চেয়েও কোথাও কোথাও মোনাজাত করা হয়। আজ শনিবার সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় মহানগরীর হযরত শাহ মখদুম রূপোস (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এখানে ইমামতি করেন জামেয়া ইসলামিয়া শাহ মখদুম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শাহাদত আলী। তাঁকে সহযোগিতা করেন নগরীর হেতেমখাঁ বড় মসজিদের খতিব ও ইমাম মুফতি ইয়াকুব আলী এবং দরগা শরীফ জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি মহিব্বুল্লাহ।