Posted inBreaking News latest news today news
রাজশাহীতে শিবির ক্যাডারের টাকায় এসআই তাজের পালসার বিলাস
নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: ❝ রাজশাহী মতিহার অঞ্চলের মাদক মাফিয়ারা আবার সক্রিয় ❞ এই প্রতিবেদনটি উত্তরবঙ্গ প্রতিদিনসহ বেশ কয়েক স্থানীয় ও জাতীয় গনমাধ্যমে সংবাদটি এক যোগে প্রকাশ হয়।কিন্তু কিছুতেই বোঝা যাচ্ছিলনা কি কারনে রাজশাহী মতিহারের মাদক মাফিয়ারা পূনরায় সক্রিয় হয়েছে। তবে অনুসন্ধানে যা উঠে এসেছে তা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে যথেস্ট। তবে ১/২ জন দুর্নীতিবাজ পুলিশ সদস্যদের কর্মকান্ডকে সমগ্র পুলিশ বাহিনীর উপর দোষারপ করা সমীচীন নয় বলে মনে করে বিশেষজ্ঞ মহল।