Rajshahi_Pet_Care
Sheikh Hasina meeting with Narendra Modi in India (with video)

ভারতে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনা ( ভিডিওসহ )

স্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন :: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বৈঠকে বসেন তারা । সংবাদ সম্মেলনে মোদি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য দ্রুত বাড়ছে। আমরা তথ্যপ্রযুক্তি, মহাকাশ ও পারমাণবিক খাতে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। বিদ্যুৎ সঞ্চালন লাইন নিয়েও ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা চলছে। বাংলাদেশের সঙ্গে ভারত পায়ে পা মিলিয়ে চলবে উল্লেখ করে মোদি বলেছেন, আগামী ২৫ বছরে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়, ভারত-বাংলাদেশের সঙ্গে একটি ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা শুরু করবে বলেও জানিয়েছেন নরেন্দ্র মোদি।  তিনি বলেন, উভয় দেশই সিইপিএ নিয়ে একটি যৌথ সমীক্ষায় জড়িত, যা বহু বছর ধরে দুই প্রতিবেশীর মধ্যে আলোচনায় রয়েছে। বাংলাদেশ-ভারতের বৃহত্তম উন্নয়ন সহযোগী এবং বৃহত্তম আঞ্চলিক বাণিজ্য অংশীদার।