Rajshahi_Pet_Care
anant-jalil-gave-2-lakh-rupees-for-the-treatment-of-the-devotee

অনন্ত জলিল এবার ভক্তের চিকিৎসায় ২ লাখ টাকা দিলেন

বিনোদন প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: দিন: দ্য ডে’ সিনেমার প্রচারে বগুড়ায় গিয়ে এক ভক্তের চিকিৎসায় দুই লাখ টাকা দিয়েছেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর পৌনে ১টায় হেলিকপ্টারে বগুড়ার কাহালু উপজেলার কালীপাড়া ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ে অবতরণ করেন অনন্ত জলিল ও তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষা। তাদের দেখতে ভিড় করেন স্থানীয়রা। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিলেন উপজেলার নিমারপাড়া গ্রামের মোজাম হোসেনের ছেলে সোহেল রানা (২৫)। এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। এরপর তার সঙ্গে দুপুরের খাওয়া শেষে বিকালে বগুড়া শহরের চেলোপাড়ায় মধুবন সিনেপ্লেক্সে সিনেমা দেখেন অনন্ত-বর্ষা। রানাকে মঞ্চে নিয়ে হাত নেড়ে দর্শকদের শুভেচ্ছা জানান।