Rajshahi_Pet_Care
Digital Innovation Fair in Rajshahi

সমাপ্ত হলো রাজশাহীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন ::  উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষ হলো বুধবার। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুই দিনব্যাপী এই মেলার পর্দা নামলো। বুধবার (১৬ নভেম্বর) বিকেলে রাজশাহী কলেজিয়েট স্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পিতভাবে একটা লক্ষ্য নিয়ে, একটা ভিশন নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে গুরুত্বসহকারে প্রধামন্ত্রীর উদ্ধৃতি দিয়ে উল্লেখ করা হয়েছিল যে, বাংলাদেশের সকল কর্মকাণ্ড ডিজিটাইজড করা হবে। সেই ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তব।