Rajshahi_Pet_Care
Death-of-land-sub-assistant-woman-in-RAB-custody

নওগাঁয় র‍্যাব হেফাজতে ভুমি উপ-সহকারী নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, উত্তরবঙ্গ প্রতিদিন :: নওগাঁ জেলায় প্রতারণার অভিযোগে আটকের পর র‌্যাবের হেফাজতে এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর নাম সুলতানা জেসমিন (৪৫)। তিনি নওগাঁ সদর উপজেলার চন্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। একই সঙ্গে জেসমিন নওগাঁ জেলা চতুর্থ শ্রেণির কর্মচারী কল্যাণ সমিতির নির্বাহী সদস্য ছিলেন। তিনি নওগাঁ শহরের জনকল্যাণ এলাকায় একটি বাসায় ভাড়ায় থাকতেন।  
Sucide

রাজশাহীতে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীতে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার! রাজশাহী মহানগরীতে এক শিক্ষার্থী ঝুলন্ত লাশ করেছে পুলিশ। নিহত ওই শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান  (২২)। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় মহানগরীর বোয়ালিয়া থানাধীন পশু হাসপাতালের পাশে জনৈক মুনজুরের ছাত্রাবাসের ৩০১ নাম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থী মুশফিকুর রহমান নাটোর উপজেলার লালপুর গ্রামের মোঃ মতিউর রহমানের ছেলে। সে আমেনা ম্যাটর্সে নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ওই শিক্ষার্থীর রুম মেট রকি আল শনি (২২) জানান, আমি ও মুশফিকুর একই প্রতিষ্ঠানের ৩য় বর্ষের শিক্ষার্থী। আমারা পাশাপাশি রুমে থাকি। সে বেশ কিছু দিন থেকে মানসিক চাপে ভুগছিলো। কারো সাথে তেমন কথাও বলতো না। আর খাবারের মিল ঠিকভাবে নিতো না। বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে রুমের দরজা ভেতর থেকে লাগিয়ে রাখে ছিলো। পরে আমরা তাকে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে বোয়ালিয়া থানার পুলিশকে মুঠো ফোনে জানাই।