Rajshahi_Pet_Care
3141-houses-were-damaged-in-barisal-and-1600-houses-in-khulna

বরিশালে ৩১৪১ ও খুলনায় ১৬০০ ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত

জেলা প্রতিনিধি, উত্তরবঙ্গ প্রতিদিন :: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভা‌বে ব‌রিশা‌লে ৩১৪১ ও খুলনায় ১৬০০ ঘর বা‌ড়ি  ক্ষতিগ্রস্ত হ‌য়ে‌ছে। এর ম‌ধ্যে সবচেয়ে বে‌শি ক্ষতিগ্রস্ত হয়েছে হিজলা উপ‌জেলায়। মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছে ব‌রিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। তি‌নি জানান, ক্ষতিগ্রস্ত তিন হাজার ১৪১টি ঘরবা‌ড়ির ম‌ধ্যে দুই হাজার ৫০৮‌টি আং‌শিক ও সম্পূর্ণ বিধ্বস্ত হ‌য়ে‌ছে ৬৩৩‌টি ঘরবা‌ড়ি। এর মধ্যে আগৈলঝাড়ায় ৩৫টি, গৌরনদী‌তে ১১৫টি, উজিরপু‌রে ১৫০টি, বানারীপাড়ায় ১০০টি, বাবুগ‌ঞ্জে ১০৫টি, মুলাদী‌তে ৬০টি, হিজলায় দুই হাজার ২০০টি, মে‌হে‌ন্দিগ‌ঞ্জে ১৩২টি, ব‌রিশাল সদর ও মহানগ‌রে ৬০টি এবং বা‌কেরগ‌ঞ্জে ১৮১‌টি ঘর-বা‌ড়ি বিধ্বস্ত হ‌য়ে‌ছে।
Cyclone-Sitrang2022.

৩ বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও বিমান বন্ধর বন্ধ

জেলা প্রতিনিধি,  উত্তরবঙ্গ প্রতিদিন :: ঘূর্ণিঝড় ‌‌‘সিত্রাং’-এর কারণে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।সোমবার (২৪ অক্টোবর) রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ নির্দেশনা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‌‌‘সিত্রাং’-এর কারণে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কারণে এই তিন বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে আরও বলা হয়, আপাতত ঘূর্ণিঝড় কবলিত এলাকার শিক্ষাপ্রতষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেগুলোতে পাঠদান বন্ধ থাকবে। এদিকে সোমবার বিকেল থেকেই ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর অগ্রভাগ বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করেছে। এর প্রভাবে রংপুর ছাড়া সারাদেশে ভারি থেকে অতিভারি বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন স্থানে বইছে দমকা বাতাস। রাত ৯টা নাগাদ কক্সবাজারে সর্বোচ্চ ৭৪ কিলোমিটার বেগে ঝোড়া হওয়ার বয়ে যাওয়ার খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।