Rajshahi_Pet_Care
Hijra-organization-money-was-taken-away-by-the-fraud-gang-in-Rajshahi

রাজশাহীতে হিজড়া সংগঠনের টাকা তুলে নিল প্রতারক চক্র

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীতে তৃতীয় লিঙ্গের (হিজড়া) জন্য সমাজসেবা কার্যালয় থেকে দেওয়া ভাতা মোবাইল ব্যাংকিং থেকে তুলে নিচ্ছে প্রতারক চক্র। এ ঘটনায় মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সোমবার রাজশাহীর আত্ম-উন্নয়নমূলক সংগঠন ‘দিনের আলো হিজড়া সংঘের’ সভাপতি মোহনা মঈন এ তথ্য নিশ্চিত করেছেন। জিডির বরাত দিয়ে তিনি জানান, দিনের আলো হিজড়া সংঘের সদস্যদের নগদ একাউন্টে রাজশাহী সমাজসেবা কার্যালয় থেকে ১ হাজার ৮০০ টাকা করে সরকারি ভাতা প্রদান করা হয়। গত শনিবার অজ্ঞাত ব্যক্তি ঢাকা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করেন। তিনটি নম্বর থেকে বিভিন্ন সময়ে ফোন আসে। ফোন করে নগদ একাউন্টে ভাতা প্রদানের কথা বলে এবং পাঠানো ওটিপি নম্বর নেয়। এরপর তাদের নগদ একাউন্ট শূন্য হয়ে যায়। এভাবে ১৩ জনের কাছ থেকে ২১ হাজার ৬০০ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি।