Posted inBreaking News জাতীয় রাজনৈতিক
পুলিশের সমালোচনায় মুখরিত জাতীয় সংসদ
নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: পুলিশের কর্মকাণ্ডের সমালোচনা করে বিরোধী দলের সংসদ সদস্যরা বলেছেন, পুলিশ এখন দলীয় বাহিনী। তারা বিচারবহির্ভূত হত্যা, গুম, হেফাজতে নির্যাতন, সাধারণ মানুষকে হয়রানি করছে। ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার পুলিশকে সব কাজের লাইসেন্স দিয়েছে। আজ সোমবার জাতীয় সংসদে ২০২১–২২ সালের সম্পূরক বাজেটের ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিএনপি ও জাতীয় পার্টির সংসদ সদস্যরা এসব কথা বলেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের মঞ্জুরি দাবি ও ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, পুলিশ বহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা, গুমের অভিযোগ, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অসত্য নয়।