Rajshahi_Pet_Care
Bangladesh-Police

পুলিশ যেভাবে ভিলেন হয়

ইমরান আহম্মেদ :: ছোট বেলার কথা। বিটিভিতে প্রতি শুক্রবার বেলা তিনটায় একটা করে বাংলা সিনেমা দেখাত। আমরা যারা ছেলে-পুলে কিংবা আশপাশের বাড়ির মামী, খালারা দল বেধে টিভি দেখতে যেতাম। যতগুলো বাংলা ছবি সেই ছোট বয়সে দেখেছি, তার কোনটিতে পুলিশ চরিত্রগুলো ছিল হয় ‘ঘুষখোর’ না হয় ‘বড় লোকের চামচা’। কোনোটাতে ‘চরিত্রহীন’ আবার কোনটাতে ‘বদমেজাজী’। কোনটাতে ‘কর্কশ’ আবার কোনটাতে ‘গুণ্ডাদের দোসর’। আবার কোনটাতে ‘জোকার’ কিংবা কোনটাতে ‘বেয়াক্কেল’ স্বভাবের। ছবির শেষে যখন নায়ক পুলিশকে মারত, আমাদের খুশি দেখে কে! ছোট বয়সে ছবি দেখে দেখে পুলিশ সম্পর্কে অবচেতনভাবেই আমার মনে তীব্র একটি পুলিশ বিদ্বেষী মনোভাব জন্ম নেয়।