tax-officer-mohibul-suspended

রাজশাহীতে গ্রেফতার হওয়া কর কর্মকর্তা মহিবুল বরখাস্ত

ষ্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীতে ঘুষের ১০ লাখ টাকাসহ হাতেনাতে আটক সেই উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করেছে অর্থ মন্ত্রণালয়। গেল বৃহস্পতিবার (৬ এপ্রিল) মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর-১ শাখার সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, রাজশাহী কর অঞ্চলের উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়া গত ৪ এপ্রিল নিজ কার্যালয় হতে দুর্নীতি দমন কমিশন কর্তৃক গ্রেফতার হন। সরকারি চাকরি আইন ২০১৮ এর ৩৯(২) ধারা অনুযায়ী তাকে গ্রেফতারের তারিখ থেকে সরকারি চাকরি থেকে স্থায়ী বরখাস্ত করা হয়েছে।
Rajshahi_Pet_Care
corona_virus

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারী উদ্যোগ গ্রহন

স্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন:: করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে মসজিদে জামাতে নামাজ আদায়ে নয়টি নির্দেশনা মানতে হবে। এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ক্ষেত্রেও অনুসরণীয় নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এতে বলা হয়, করোনাভাইরাস প্রাদুর্ভাবজনিত কারণে সারাদেশে করোনায় আক্রান্তের হার দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ায় বর্তমান পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যসেবা বিভাগের গত ২৬ জুনের ডিও লেটারে কতিপয় বিধিনিষেধ আরোপ করে নির্দেশনা জারি করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দেশের বর্তমান প্রেক্ষাপটে ধর্ম মন্ত্রণালয় সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান ও মসজিদে জামাতে নামাজের জন্য আবশ্যিকভাবে নয়টি নির্দেশনা পালনের জন্য অনুরোধ জানিয়েছে।