Rajshahi_Pet_Care
in-rajshahi-40-sheep-died-due-to-the-negligence-of-the-contractor

রাজশাহীতে ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় ৪০ ভেড়ার মৃত্যু

স্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীর বাগমারায় প্রাণিসম্পদ বিভাগের সরকারিভাবে বিনা মূল্যে বিতরণ করা ভেড়া একের পর এক মারা যাচ্ছে। চলতি ১ মাসের মধ্যে ৪০টি ভেড়া মারা যাওয়ায় হতাশ প্রানীসম্পদ বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও যারা লালন পালন করছিলেন ভেড়াদের তারাও। অনুসন্ধানে জানা যায়, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা উত্তরবঙ্গ প্রতিদিনকে জানান , ভেড়াগুলো পিপিআর রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। প্রাণিসম্পদ ও ভেটেরিনারি বিভাগের সংশ্লিষ্ট সূত্র আরোও জানায়, ‘সমতলভূমিতে বসবাস করা অনগ্রসর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনের মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’–এর আওতায় উপজেলায় ২৩২টি ভেড়া বিনা মূল্যে বিতরণ করা হয়।