Rajshahi_Pet_Care
seized-60-sacks-of-fertilizer-from-tanor-badc-during-smuggling

পাচারের সময় তানোর বিএডিসির ৬০ বস্তা সার আটক

জেলা প্রতিনিধি,  উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীর তানোরে এক বিএডিসি সার ডিলার ৬০ বস্তা সার উপজেলার বাহিরে পাচারের সময় স্থানীয় জনতা সার আটক করে। পরে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত বসিয়ে সার ডিলারের ১ লাখ জরিমানা করেন। ঘটনাটি ঘটে শনিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তানোর উপজেলার কলমা ইউনিয়নের আজিজপুর গ্রামে। জানা গেছে, আজিজপুর মোড়ের রহিমা ট্রেডার্সের প্রোপাইটার নজরুল ইসলাম একজন বিএডিসি সার ডিলার। তিনি নিজ এলাকার কৃষকদের সার না দিয়ে বেশি দামে পাশের উপজেলা নিয়ামতপুরের এক কৃষকের কাছে ৬০ বস্তা সার বিক্রি করেন।