former-indian-high-Commissioner-mr.-Vati_

খলনায়ক মি: ভাটির দেখানো পথেই চলছে  ভিসা দূর্নীতি 

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সাবেক সহকারি হাই কমিশনার মিস্টার ভাটি বাংলাদেশের আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়েছিলেন এবং নিজেই ছিলেন দূর্নীতির রোল মডেল ছিলেন। যদিও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তার গলায় ঘন্টা ঝুলিয়ে দিয়েছিল বাংলাদেশ থেকে তার বিদায়ের মাধ্যমে। তবে মি: ভাটি ওএসডি হয়ে বর্তমানে দিল্লীর রেকর্ডরুমে অনেকটা রেকর্ড কিপারের দ্বায়িত্ব পালন করছেন। তবে বাংলাদেশের আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখানো রাজশাহী তথা সমগ্র উত্তরবঙ্গে যে দূর্নীতির ফুটপ্রিন্ট মি: ভাটি  ইতিহাস রচনা করেছেন তার ধারা এখনোও বলবৎ রয়েছে।
Corruption in Rajshahi voluntary Indian High Commissioner Bhati's departure to the public

রাজশাহীতে দূর্নীতি স্বেচ্ছাচারী ভারতীয় হাই কমিশনার ভাটির বিদায়ে স্বস্তি

কুটনৈতিক প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন ::  রাজশাহীতে নিযুক্ত বিতর্কিত ভারতীয় হাই কমিশনার মিস্টার ভাটিকে নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশের আজ ৩য় ও শেষ পর্ব প্রকাশ হলো।  🟥 ১ম পর্ব - রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জয় ভাটি যেভাবে আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখালেন 🟥 ২য় পর্ব - বাংলাদেশের আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখানো ভারতীয় হাই কমিশনার মিস্টার ভাটি দূর্নীতির রোল মডেল 🟥 ৩য় ও শেষ পর্ব বিতর্কের বোঝা নিয়ে রাজশাহী ছাড়লেন ভাটি।কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত নানান বিতর্কিত ঘটনার কালোছাপ রেখে শুক্রবার রাজশাহী ছেড়েছেন ভারতীয় সহকারি হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি। ভিসা দুর্নীতি ও হয়রানি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষাবিদ,  ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বিরোধে জড়ানো, তাদেরকে কালো তালিকাভুক্ত করা, সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন সংগঠনের মাঝে পরিকল্পিত বিভেদ বিভাজন সৃষ্টি, সরকারি কাজে অনাকাঙ্খিত তদবির ও হস্তক্ষেপ, অর্থ কেলেংকারি এবং নারীসঙ্গ উপভোগসহ বিভিন্ন বিতর্কিত কাজে জড়িয়েছেন ভাটি।
কলকাতা বাংলাদেশ হাইকমিশনের সামনে পুলিশের গুলিতে নিহত ২( ভিডিওসহ )

কলকাতা বাংলাদেশ হাইকমিশনের সামনে পুলিশের গুলিতে নিহত ২( ভিডিওসহ )

আন্তর্জাতিক ডিজিটাল ডেস্ক রিপোর্ট, উত্তরবঙ্গ প্রতিদিন :: ভারতের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের কার্যালয়ের সামনে এক পুলিশকর্মীর এলোপাথাড়ি গুলিতে দুইজন নিহত হয়েছেন। ওই পুলিশকর্মীর গুলিতে প্রথমে এক নারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। পরে ওই পুলিশ নিজেও গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা গেছে, বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আউট পোস্টে কর্মরত নিরাপত্তারক্ষী এলোপাথাড়ি গুলি চালায় বলে জানিয়েছে কলকাতা পুলিশ। ভরদুপুরে কলকাতার রাজপথে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক নারীর। পরে নিজেকেও গুলি চালিয়ে শেষ করে দেন ওই নিরাপত্তারক্ষী। আরও অনেকেরই গুলি লেগেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ওই নিরাপত্তারক্ষীর গলায় ক্ষত রয়েছে।
The role model of corruption is the Indian High Commissioner Mr. Bhatti who has given a thumbs up to the law of Bangladesh

বাংলাদেশের আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখানো ভারতীয় হাই কমিশনার মিস্টার ভাটি দূর্নীতির রোল মডেল

রমজান আলী ।। উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারি হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি’র বিরুদ্ধে  আবারো দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে। তথ্যসূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ভারত সরকারের পক্ষ থেকে ৩০টি কম্পিউটার ও ৫টি প্রিন্টার দেওয়া হয়।আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের পক্ষ থেকে উপহারটি তুলে দেন ভারতীয় সহকারি হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি। সেই কম্পিউটার ও প্রিন্টার সাপ্লাই-এর কাজটি পায় রাজশাহীর নিউমার্কেট অবস্থিত Update Computer-এর স্বত্বাধিকারী রাজু আহমেদকে।
Rajshahi_Pet_Care
রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জয় ভাটি যেভাবে আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখালেন

রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জয় ভাটি যেভাবে আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখালেন

মেজবাউল হক, কূটনৈতিক প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: কূটনৈতিক বা কূটনীতিবিদকে ইংরেজিতে diplomat বলা হয়। অর্থাৎ কোন রাষ্ট্র কর্তৃক কূটনীতি বিদ্যায় প্রশিক্ষিত  পদমর্যাদা সম্পন্ন মনোনীত ব্যক্তিকে কূটনীতিবিদ বলা হয়। যেমন বাংলাদেশের…