Rajshahi_Pet_Care
Land-officer-jesmin-death-by-rab-5

ভূমি কর্মকতা জেসমিনের মৃত্যুতে ১১ র‍্যাব সদস্য ক্লোজ

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন ::বুধবার ২৯ মার্চ মামলার প্রধান আল-আমিনকে (৩২) রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব-৩। তাদের দাবি, আল-আমিন রাজশাহীতে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার নাম ভাঙিয়ে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎকারী চক্রের প্রধান । অন্যদিকে নওগাঁয় র‍্যাবের হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনার তদন্ত করছে র‌্যাব৷ জেসমিনের আটকের সঙ্গে জড়িত ১১ র‌্যাব সদস্যকে ‘ক্লোজ' করার পর তদন্ত কমিটি তাদের জিজ্ঞাসাবাদ করেছে বলে জানানো হয়েছে৷এদিকে, নওগাঁয় র‍্যাবের হেফাজতে ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে র‍্যাবের ১১ সদস্যকে৷ র‍্যাব সদর দপ্তরে গঠিত তদন্ত কমিটি তাদের জিজ্ঞাসাবাদ করেছে৷ রাজশাহীতে র‍্যাব-৫–এর কার্যালয়ে এই ১১ র‍্যাব সদস্যকে জিজ্ঞাসাবাদ