পাখির নিরাপদ আবাসন দেখতে ওয়াইল্ডলাইফের সদস্য রাজশাহীতে
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় রাজশাহীতে কালের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ষ্টাফ রিপোর্টার,উত্তরবঙ্গ প্রতিদিন :: দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১০ জানুয়ারি) সকালে রাজশাহী সাংবাদিক ইউনিয়নে আলোচনা সভা, কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার রাজশাহী ব্যুরো রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- রাজশাহী বিশ্বদ্যিালয়ের উপচার্য ড. গোলাম সাব্বির সাত্তার।
রাজশাহী বিশ্বদ্যিালয়ের উপচার্য ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, কালের কণ্ঠ পরিবারের সকলের প্রতি আমার শুভেচ্ছা। আমরা লক্ষ্য করছি- কালের কণ্ঠ তার প্রতিষ্ঠালগ্ন থেকেই বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যমে বাংলাদেশের মিডিয়া জগতে আসন করে নিয়েছে। কালের কণ্ঠের কাছে আমার প্রত্যাশা থাকবে দেশে অনেক ধরনের খবর প্রচারিত হয়। অনেক সময় মূল খবরগুলো আমরা আড়াল করে নেতিবাচক খবরের দিকে যায়।
আমরা যদি গভীর ভাবে লক্ষ্য করে বর্তমানে দেশে যেভাবে এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির দিকে। সেই খবরগুলো কালের কণ্ঠ আরো ভালোভাবে প্রকাশ করে। এছাড়া যত্নসহকারে বাংলাদেশের অর্জনগুলো প্রকাশ করবে এটি কালের কন্ঠের যুগপূর্তিতে আমার প্রত্যাশা।
উক্ত অনুষ্ঠানে অনান্য অতিথিদের মধ্যে বক্তব্যে রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে কালের কণ্ঠ পত্রিকা তার ব্যস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তার প্রকৃত ধারা বজায় রাখবে। শুধুমাত্র নেতিবাচক সংবাদ নয় ইতিবাচক সংবাদ প্রকাশের বিষয়েও গুরুত্ব আরোপ করেন তিনি। দেশের উন্নয়ন এবং বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জল করে এমন সংবাদ পরিবেশনের ক্ষেত্রেও জোর দেন তিনি।
তিনি প্রত্যাশা করেন, কালের কণ্ঠ নতুন সময়ের সংবাদপত্র হয়ে উঠবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহীতে আ’লীগের ভরাডুবি
বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা গড়ার শপথ নিয়ে রাজশাহীতে পালিত হলো ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী
নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন : বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়। উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪তম বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী মহানগর ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
সেই ধারাবাহিকতায় আজ রাজশাহীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। অর্থাৎ ৭৫ এ পা রাখল ছাত্রলীগ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে মঙ্গলবার (৪ জানুয়ারি) বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি, র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে মহানগর ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি রাজশাহী নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।র্যালিতে নেতৃত্ব দেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আ’লীগের সভাপতিমণ্ডলির সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এতে অন্যদের মধ্যে মহানগর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।