Rajshahi_Pet_Care
bangladesh-liberation-war

ফিরে দেখা ৬ ডিসেম্বর ১৯৭১

স্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন ::  আজ ৬ ডিসেম্বর। লাখো শহীদের রক্তেরঞ্জিত দিন-মাস পেরিয়ে ১৯৭১ এর আজকের দিনে বাংলার দামাল ছেলেরা তাদের অপ্রতিরোধ্য সংগ্রাম- মুক্তিযুদ্ধকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যাচ্ছিল। দেশের সব জায়গাতেই হানাদার পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা প্রতিহত হচ্ছিল। প্রতিরোধের মুখে বাধ্য হচ্ছিল পিছু হটতে। বাংলার মেঘাচ্ছন্ন আকাশে সেদিন সত্যি সূর্য হেসেছিল। উঁকি দিচ্ছিল স্বাধীনতার সূর্য। আজকের দিনে ভারতের আনুষ্ঠানিক স্বীকৃতি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যায় এবং পাকিস্তানের পরাজয় আসন্ন হয়ে পড়ে। আর এ কারণেই স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বিজয় অর্জনের অনন্য ও ঐতিহাসিক দিন আজ। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ভারত। সেসময় এ স্বীকৃতি অনেক বেশি তাত্পর্যপূর্ণ ছিল। এতে মুক্তিযুদ্ধের গতি আরো বেগবান হয়। রণযুদ্ধের পাশাপাশি কূটনৈতিক যুদ্ধেও পরাজিত হতে থাকে পাকিস্তানি হানাদাররা।