Rajshahi_Pet_Care
Hotel-X-Rajshahi

নগ্ন নৃত্যের পর রাজশাহীতে বিতর্কিত ‘হোটেল এক্স’ এ সাংবাদিক নির্যাতন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন ::    রাজশাহী নগরীতে বিতর্কিত ‘হোটেল এক্স’-এ এবার সিনিয়র সাংবাদিক হামলার শিকার হয়েছেন। হোটেলে বিতর্কিত কর্মকান্ডের ছবি তুলতে গিয়ে রাজশাহীতে কর্মরত ইত্তেফাকের সাংবাদিক আনিসুজ্জামান হামলার শিকার হয়েছে।  শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হোটেলের ভেতরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ সাংবাদিকরা হামলায় জড়িতদের গ্রেফতার দাবিতে নগরীর রাজপাড়া থানা ঘেরাও করেন।  ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত সাংবাদিকদের বিপক্ষে অবস্থান নেওয়ায় নগরীর রাজপাড়া থানার ওসিকে অপসারনের দাবিতে থানা ঘেরাও করেন সাংবাদিকরা।  সাংবাদিকরা বলেন, হোটেলর হামলার শিকার আনিসুজ্জামান লিখিত অভিযোগ দিলেও থানার ওসি সিদ্দিকুর রহমার কোনো ভুমিকা না রেখে সাংবাদিকদের ওপর চড়াও হওয়ায় তারা থানা ঘেরাও করেছেন। বিকেল ৪টা থেকে সাংবাদিকরা রাজশাহী নগরীর রাজপাড়া থানা ঘেরাও করেন। এই প্রতিবেদন লেখার সময়ও সাংবাদিকরা থানার সামনে রাস্তায় বসেছিলেন। তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমানকে প্রত্যাহারের দাবি জানান।