looted_contractor_got_work_of_rmch_again

লুটপাট করা ঠিকাদার বার বার পাচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ঠিকাদারী কাজ

ষ্টাফ রিপোর্টার || উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নির্মাণাধীন নতুন আইসিইউ ইউনিটের লিফট স্থাপনে জালিয়াতি ধরা পড়ার কারনে ঠিকাদারি প্রতিষ্ঠানকে সেই লিফট অপসারণ করাতে বাধ্য করা হয়েছে। 
Rajshahi_Pet_Care
baby_saline_syndicate_Rajshahi

রাজশাহীতে শিশু স্যালাইন বানিজ্যের নেপথ্যে অসাধু দোকানী ও রিপ্রেজেনটেটিভ

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীতে শিশু স্যালাইন বানিজ্যের নেপথ্যে অসাধু দোকানী ও রিপ্রেজেনটেটিভদের সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে। এর কারন হিসেবে ক্রেতারা বলছেন কখন স্যালাইনের চাহিদা বাড়বে এবং কখন চাহিদা কমবে এই তথ্য শুধু এই ২ শ্রেনীর মানুষের কাছে থাকে। বিধায় অসাধু রিপ্রেজেনটেটিভরা স্যালাইন কিনে স্টোর করে তা পরে অসাধু ওষুধ ব্যবসায়ীদের সাথে আঁতাত করেই দাম বাড়াচ্ছে।
rajshahi-medical-college-hospital-emergency-contact

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২০২৩ সালের আপডেট জরুরী নাম্বারসমূহ

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন ::  ১৯৪৭ সালে ভারত বিভক্তির সাথে সাথে রাজশাহী বিভাগ তদানীন্তন বিভাগীয় শহর জলপাইগুড়ি থেকে পৃথক হয়ে যায় এবং মেডিকেল স্কুল, হাসপাতাল সহ বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠান ভারতের মধ্যে চলে যায় ফলে রাজশাহী বিভাগ মেডিকেল শিক্ষা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়ে পড়ে। পরবর্তীকালে ১৯৪৯ সালে কিছু শিক্ষানুরাগী, স্বনামধন্য সমাজসেবী, রাজনৈতিক বরেণ্য ব্যক্তিবর্গসহ প্রশাসন এর সাথে জড়িত বিভিন্ন ব্যক্তিবর্গ সম্পূর্ণ বেসরকারিভাবে রাজশাহী শহরে একটি মেডিকেল স্কুল প্রতিষ্ঠা করেন।